18 C
Dhaka
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ভিভাসফটের এআই হ্যাকাথনে আইডিয়া জমার শেষ তারিখ ২০ ডিসেম্বর

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশের প্রযুক্তি প্রেমীদের জন্য এআই হ্যাকাথন আয়োজন করতে যাচ্ছে দেশীয় সফটওয়্যার কোম্পানী ভিভাসফট লিমিটেড। যেখানে প্রযুক্তিবিদরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া কাজে লাগিয়ে তা বাস্তবায়ন করবেন।

পুরস্কার বিজয়ী দল পাচ্ছেন ২০০,০০০ টাকা নগদ পুরস্কার। রানার্স আপের জন্য থাকছে ১০০,০০০ টাকা নগদ পুরস্কার এবং বিশেষ সন্মাননা হিসেবে সেরা আইডিয়া উপস্থাপনকারীরা পাবেন বিশেষ উপহার।

যারা অংশগ্রহণ করতে পারবেন, এআই পেশাদার এবং ডেভেলপারগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সদ্য স্নাতক , স্টার্টআপ ও উদ্ভাবক দল , প্রযুক্তিবিদরা । উল্লেখ্য এই হ্যাকাথনটি অংশগ্রহণকারীদের জন্য সম্পূর্ণ ফ্রি।

প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার শাফকাত আসিফ বলেন, “ভিভাসফটের এআই হ্যাকাথন – এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে অংশগ্রহণকারীরা তাদের স্কিল ডেভেলপমেন্ট ও তা প্রদর্শন করতে পারবেন। এছাড়াও সুযোগ রয়েছে একে অপরের সঙ্গে নেটওয়ার্কিং গড়ে তোলার।

তিনি আরও বলেন, “হ্যাকাথনটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়। বরং এআই-তে সৃজনশীলতা এবং সমস্যা সমাধানেরও একটি মিলিত প্রয়াস। বৈশ্বিক জগতে বাংলাদেশের প্রযুক্তি খাতের অগণিত সম্ভাবনা রয়েছে। তাই এই ইভেন্টটি আমাদের উদ্ভাবকদের পরবর্তী ধাপ উন্মোচনে সহায়তা করবে।”

ইভেন্টটি তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে: আইডিয়া জমা দেওয়ার পর্ব, প্রজেক্ট জমা দেওয়ার পর্ব, এবং অন-সাইট হ্যাকাথন। অর্থাৎ, হ্যাকাথনে অংশগ্রহণকারীরা তাঁদের আইডিয়াগুলি উপস্থাপন করবেন, প্রোটোটাইপ প্রদর্শন করবেন এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন।

তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে ভিভাসফট হ্যাকাথন ইভেন্ট: প্রথম পর্যায় – আইডিয়া জমা দেওয়া: এই পর্যায়ে, দলগুলো তাঁদের প্রজেক্টের আইডিয়া এবং ব্যবসায়িক পরিকল্পনা জমা দেবে। ভিভাসফটের বিশেষজ্ঞ দল প্রথমত আইডিয়াগুলোর মূল্যায়ন এবং পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ দলসমূহ নির্বাচিত করবেন।

দ্বিতীয় পর্যায় – প্রজেক্ট জমা দেওয়া: যেসব দল প্রথম পর্যায়ে নির্বাচিত হবে, তাদের নিজেদের আইডিয়াকে জীবন্ত রূপ দিতে হবে। দলগুলো ৩ সপ্তাহ সময় পাবেন কাজ করার জন্য। এরপর ১০টি দলকে চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত করা হবে।

তৃতীয় পর্যায় – অন-সাইট হ্যাকাথন: নির্বাচিত ১০টি দল চূড়ান্ত হ্যাকাথন ইভেন্টে অংশ নেয়ার সুযোগ পাবে। যেখানে বিচারকরা তাদের প্রজেক্টের ফিডব্যাক জানাবেন। সেই ফিডব্যাক অনুযায়ী দলগুলো তাদের প্রজেক্টে পরিবর্তন এনে ৩৬ ঘণ্টার মধ্যে আপডেটেড প্রজেক্ট প্রদর্শন করবে।

ইভেন্টের তারিখ: আইডিয়া জমা দেওয়ার সময় ২২ নভেম্বর থেকে ডিসেম্বর ২০ তারিখ অব্দি ।

প্রজেক্ট জমা দেওয়ার সময়কাল: জানুয়ারি ১৭, ২০২৫

চূড়ান্ত হ্যাকাথন: জানুয়ারি ২৫ – ২৬, ২০২৫

ইভেন্টটি অনুষ্ঠিত হবে ভিভাসফট লিমিটেড এর হেড অফিস ঢাকায়। অংশগ্রহণকারীদের সারাদিন চাঙ্গা রাখতে থাকবে খাবার, স্ন্যাকস, বিশ্রাম এবং রিফ্রেশমেন্ট এর ব্যবস্থাও। হ্যাকাথনে অংশগ্রহনকারীরা সুযোগ পাবেন বিশ্বমানের প্রযুক্তির সঙ্গে কাজ করার এবং নিজেদের উদ্ভাবনী আইডিয়াগুলোর বাস্তবায়ন দেখানোর।

নিবন্ধন ও বিস্তারিত জানতে ভিজিট করুন ভিভাসফট হ্যাকাথন রেজিস্ট্রেশন পেইজ: https://vivasoftltd.com/hackathon/ অথবা যোগাযোগ করুন: [email protected]

ইভেন্টটি বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি জগতে নতুন দিগন্ত উন্মোচন এবং উদ্ভাবনকে উৎসাহিত করবে বলে আশা করছেন আয়োজকরা।

Related posts

ঢাকায় আইক্যান আউটরিচ প্রোগ্রাম ১১ ও ১৪ জুলাই

TechShiri Admin

২৪তম জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলন এবং গ্রিন এক্সপো আগামী ২২,২৩ মে

Tahmina

আগামী ১৮ থেকে ২১শে মার্চ জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাউডফেষ্ট ২০২৪

Samiul Suman

Leave a Comment