টেকসিঁড়ি রিপোর্ট : ৫৪ তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের জন্য ৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে ।
আগামী ২১ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ইরানের ইসফাহান শহরে ইসফাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি ( আইইউটি ) তে অনুষ্ঠিত হবে ৫৪ তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির তত্ত্বাবধানে মোট ৫ জন প্রতিযোগী উক্ত প্রতিযোগীতায় অংশ নেবে।
আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দলের সদস্যরা হলেন ঢাকার নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী গোলাম কিবরিয়া তরফদার, সিলেটের এম সি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী শরীফ মোহাম্মদ মাহিরউদ্দিন, কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী আরিফ ইশতিয়াক তাসিন, কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী সিরাজুস সালেকিন সামিন এবং ঢাকার নটর ডেম কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী এস এম আব্দুল ফাত্তাহ।
এছাড়া দলের সাথে কোচ ও দলনেতা হিসেবে থাকবেন অধ্যাপক এম আরশাদ মোমেন এবং অপর দলনেতা হিসেবে থাকবেন ফিজিক্স অলিম্পিয়াডের সাধারন সম্পাদক এফ এ জাহাঙ্গীর মাসুদ।