23 C
Dhaka
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

অনলাইনে আয়কর পরিশোধ সহজ করতে এনবিআর অফিসে ব্র্যাক ব্যাংকের বুথ

টেকসিঁড়ি রিপোর্ট : করদাতাদের জন্য কর পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে, ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অফিসে ‘আয়কর তথ্য— সেবা মাস ২০২৪’ উপলক্ষে একটি বুথ চালু করেছে ব্র্যাক ব্যাংক।

একটি অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে করদাতাদের কর প্রদান প্রক্রিয়া আরো বেগবান করাই এই বুথ স্থাপনের উদ্দেশ্য। এই সিস্টেমটি ক্যাশ পেমেন্ট বা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা করে, কর লেনদেনকে আরও সহজ, কার্যকর এবং সময় সাশ্রয়ী করবে।

ঢাকা ট্যাক্স জোন ১১ অফিসে বুথটির উদ্বোধন করেন এনবিআরের ঢাকা ট্যাক্স জোন ১১-এর কমিশনার শারমিন ফেরদৌসী এবং ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আবদুল ওহাব মিয়া, এফসিএ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ট্র্যানজ্যাকশন ব্যাংকিং বিভাগের ইউনিট হেড মেজর মোহাম্মদ আরিফ চৌধুরী (অব.) এবং ট্যাক্স জোন ১১-এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ। উদ্বোধনী অনুষ্ঠানে মিস শারমিন ফেরদৌসী ট্যাক্স কমিশন এবং ব্র্যাক ব্যাংকের সম্মিলিত উদ্যোগের সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “এ উদ্যোগ করদাতাদের প্রতি আমাদের সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রমাণ। ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় করদাতাগণ যে-সব অসুবিধার সম্মুখীন হন, সেগুলোর সমাধান করতে আমরা এই বুথের মাধ্যমে আধুনিক প্রযুক্তি এবং প্রচলিত পেমেন্ট পদ্ধতির সমন্বয়ে একটি সহজ এবং ঝামেলামুক্ত অভিজ্ঞতা দিতে চাই।”

ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া এফসিএ বলেন, “আমরা প্রযুক্তি ব্যবহার করে আর্থিক প্রক্রিয়াগুলোকে আরও সহজ করে তুলছি। এই অস্থায়ী বুথ আমাদের গ্রাহকসেবা সম্পর্কে আমাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এর মাধ্যমে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি কর পরিশোধের প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে সহায়তা করছি।”

এই বুথটি “আয়কর তথ্য— সেবা মাস ২০২৪”-এর পুরো সময় জুড়ে চালু থাকবে এবং নাগরিকদের সরাসরি কর পরামর্শ ও পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।

Related posts

জেমিনাই অবমুক্ত করলো গুগল

Tahmina

দেশে আইওটি-বেসড স্মার্ট মেরিকালচার প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন

TechShiri Admin

হটলাইন নম্বর এবং ওয়েবসাইট চালু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের

Tahmina

Leave a Comment