টেকসিঁড়ি রিপোর্ট : দেশের বাজারে কম্পিউটার গ্যাজেট এবং ইলেকট্রনিক্স পণ্য নিয়ে যাত্রা করেছে বাংলাদেশি ইকমার্স প্ল্যাটফর্ম ‘ইকোবাজার’।
স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক, ব্লটুথ স্পিকার, মাইক্রোফোন, ট্রায়পড সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্য এবং স্টুডিও ইকুইপমেন্ট দেশের যে কোনো প্রান্তে বসে সহজেই কিনতে পারবেন ভোক্তারা। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ক্যাটাগরির শতাধিক পণ্য যুক্ত করা হয়েছে।
ইকোবাজারের প্রতিষ্ঠাতা সাদিকুর রহমান বলেন, ‘‘বিতর্কিত কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মের কারণে দেশের মানুষ যখন অনলাইনে কেনাকাটায় আস্থাহীনতায় ভুগছে, ঠিক তখনই আমরা ইকোবাজার নিয়ে এলাম। এই মুহূর্তে ই-কমার্স ব্যবসা দাঁড় করানো অনেক চ্যালেঞ্জিং। তবে আমরা সেই চ্যালেঞ্জটা নিতে চাই।’’
৫০০ টাকায় বা তারও বেশি কেনাকাটায় থাকছে কুপন। র্যাফেল ড্র’র মাধ্যমে ১০০ জনকে বিজয়ী করা হবে। আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র । বিজয়ীদের জন্য থাকবে বাইক, ম্যাকবুক , ফ্রিজ, মোবাইল, এয়ার টিকেট সহ ১০ লাখ টাকার ১০০টি পুরষ্কার। চলছে ফ্রি ডেলিভারি, সর্বোচ্চ ৫০% ডিসকাউন্ট।
২৪ অক্টোবর,২০২৪ তারিখে ইকমার্স প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ইকোবাজারবিডি ডটকম (www.echobazarbd.com) সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।