টেকসিঁড়ি রিপোর্ট : আবারও বড় ধরনের কারিগরি বিপর্যয়ের মুখে পড়েছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স । গত মঙ্গলবার প্রথমবার ডাউনের পর শুক্রবার, ১৬ জানুয়ারী সকাল ১০টা (পূর্বাঞ্চলীয় সময়) থেকে সাইটটি দ্বিতীয়বারের মতো অচল হয়ে পড়ে।
‘ডাউন ডিটেক্টর’ (Down Detector) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রায় ৮০ হাজারেরও বেশি ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন নি বলে অভিযোগ জানিয়েছেন।
ব্যবহারকারীরা জানিয়েছেন, সাইট বা অ্যাপ কোনোটিই ঠিকমতো লোড হচ্ছে না। কখনো কখনো লোড হলেও তা কয়েক সেকেন্ডের মধ্যেই ত্রুটিপূর্ণ (Error) বার্তা দেখাচ্ছে। বিশ্বের অনেক প্রান্ত থেকে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে, তাদের ‘ফিড’ রিফ্রেশ হচ্ছে না এবং কোনো নতুন পোস্ট দেখা যাচ্ছে না।
মাস্ক টুইটার কিনে নেওয়ার পর বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করায় সাইটের স্থায়িত্ব নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, এই বিপর্যয় সেই আলোচনাকে আবারও উসকে দিয়েছে।
এই প্রযুক্তিগত বিভ্রাট এমন এক সময়ে ঘটলো যখন এক্স এর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট ‘গ্রোক’ নিয়ে তীব্র বিতর্ক চলছে। অভিযোগ উঠেছে যে, এক্স এআই এর তৈরি এই চ্যাটবটটি ব্যবহারকারীদের অনুরোধে নারী ও শিশুদের বিকৃত বা আপত্তিকর ছবি তৈরিতে সহায়তা করছে। বাস্তব ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যৌন ও সহিংস ছবিতে রূপান্তর করার এই বিষয়টি নিয়ে প্ল্যাটফর্মটি বর্তমানে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে।
২০২২ সালে ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করার পর অধিকাংশ দক্ষ কর্মীকে ছাঁটাই করা হয়। তখন থেকেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে, পর্যাপ্ত জনবল ছাড়া প্ল্যাটফর্মটির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং ক্ষতিকারক কন্টেন্ট পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়বে। গত বছরও কয়েকবার সাইটটি বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছিল। বর্তমানের এই ধারাবাহিক বিপর্যয়গুলো সেই আশঙ্কাকেই জোরালো করছে।


