টেকসিঁড়ি রিপোর্ট : ব্যবহারকারীদের সমস্যা দ্রুত সমাধানে গুগল জেমিনি অ্যাপে যুক্ত করেছে নতুন বাটন ‘এনসার নাউ ‘। কোনো প্রশ্নের উত্তর যখন খুব দ্রুত প্রয়োজন, তখন জেমিনির দীর্ঘ ‘চিন্তা’ করার প্রক্রিয়া বিরক্তির কারণ হতে পারে। নতুন এই বাটনের মাধ্যমে জেমিনির গভীর চিন্তার ধাপগুলো এড়িয়ে সরাসরি দ্রুত উত্তর পাওয়া যাবে।
গুগল জানিয়েছে, নতুন এই ‘Answer Now’ বাটনটি মূলত আগের ‘Skip’ বাটনের জায়গা নেবে। ২০ জানুয়ারি থেকেই অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব সংস্করণে ফ্রি ও পেইড—উভয় ধরনের ব্যবহারকারীদের জন্য এই আপডেটটি উন্মুক্ত করা শুরু হয়েছে।
কীভাবে কাজ করবে এই ফিচার?
সাধারণত জেমিনির উন্নত মডেলগুলো (যেমন: Gemini 3 Pro বা Thinking/Flash) কোনো জটিল প্রশ্নের উত্তর দেওয়ার আগে সময় নিয়ে বিশ্লেষণ করে। এখন থেকে এই মডেলগুলো ব্যবহারের সময় স্ট্যাটাস ইন্ডিকেটরের পাশে একটি ‘Answer Now’ বাটন দেখা যাবে। ব্যবহারকারী এই বাটনে ট্যাপ করলে জেমিনি একটি কনফার্মেশন মেসেজ দেবে যে, এটি “গভীর চিন্তা এড়িয়ে যাচ্ছে” (Skipping in-depth thinking) এবং খুব দ্রুত একটি সংক্ষিপ্ত উত্তর প্রদান করবে।
গুগল তাদের ‘Thinking’ এবং ‘Pro’ মডেলের ব্যবহারের সীমা বা ডেইলি লিমিটেও পরিবর্তন এনেছে:
- এআই প্রো গ্রাহক: দৈনিক ৩০০টি ‘Thinking’ প্রম্পট এবং ১০০টি ‘Pro’ প্রম্পট ব্যবহার করতে পারবেন।
- এআই আল্ট্রা গ্রাহক: দৈনিক ১,৫০০টি ‘Thinking’ প্রম্পট এবং ৫০০টি ‘Pro’ প্রম্পট ব্যবহারের সুযোগ পাবেন।
- ফ্রি ইউজার: সাধারণ ব্যবহারকারীরাও এই লিমিটের আওতায় ‘বেসিক এক্সেস’ পাবেন।
উল্লেখ্য, সম্প্রতি গুগল জেমিনিতে ‘Personal Intelligence’ নামক একটি ফিচার যুক্ত করেছে। এটি জেমিনিকে আপনার গুগল ইকোসিস্টেমের (যেমন: জিমেইল, গুগল ফটোজ, ইউটিউব হিস্ট্রি) সাথে যুক্ত করে আরও ব্যক্তিগত ও সঠিক উত্তর দিতে সাহায্য করবে। তবে নিরাপত্তার খাতিরে এই ফিচারটি ডিফল্টভাবে বন্ধ রাখা হয়েছে, ব্যবহারকারী চাইলে সেটিংস থেকে নিজে অন করতে পারবেন।


