টেকসিঁড়ি রিপোর্ট : ওয়ালটন এবং শিক্ষাপ্রযুক্তি প্রতিষ্ঠান শিখো যৌথভাবে বাজারে এনেছে শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ডিভাইস ‘এডুট্যাব’। দেশের শিক্ষার্থীদের পড়াশোনার পদ্ধতিকে আরও স্মার্ট, আধুনিক এবং সহজতর করতে এই পার্সোনালাইজড ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা দেশসেরা শিক্ষকদের তত্ত্বাবধানে আধুনিক শিক্ষার সব সুবিধা উপভোগ করতে পারবেন।
শিক্ষার্থীদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি এই ট্যাবে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসে আছে শক্তিশালী হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে ৮.৬৮ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন ৮০০ বাই ১৩৪০। ডিভাইসটিতে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, ফলে বড় সাইজের শিক্ষামূলক কনটেন্ট ও অ্যাপ সংরক্ষণ করা যাবে অনায়াসেই।
অনলাইন ক্লাসে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে রয়েছে ৬ হাজার এমএএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ প্রদান করবে। দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য এতে ফোরজি এবং ওয়াই-ফাই সুবিধা রাখা হয়েছে। এ ছাড়াও অনলাইন ক্লাসের জন্য সামনে ৮ মেগাপিক্সেল এবং পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত করা হয়েছে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য রয়েছে টাইপ-সি পোর্ট।
ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের সিবিও তৌহিদুর রহমান রাদ জানান, এই ডিভাইসে লাইভ ক্লাস, অ্যানিমেটেড লেসন এবং এআই চালিত স্মার্ট সাপোর্টকে একই সুতোয় গাঁথা হয়েছে। বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রমের শিক্ষার্থীদের একাডেমিক চাপ ও ব্যবহারের ধরন দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেই এটি ডিজাইন করা হয়েছে। এটি সাধারণ ট্যাবলেটের মতো কাজ করলেও শিখোর প্ল্যাটফর্মের সাথে সরাসরি যুক্ত থাকায় এটি একটি শক্তিশালী লার্নিং টুলে পরিণত হয়েছে।
বাসায় ব্যবহারযোগ্য এই সাশ্রয়ী এডুট্যাবটি কিনতে শিক্ষার্থীরা শিখোর অফিসিয়াল ওয়েবসাইট (https://shikho.io/Edutab) ভিজিট করতে পারেন। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য ১৬৭৮০ নম্বরে কল করেও সরাসরি যোগাযোগ করা যাবে।



