টেকসিঁড়ি রিপোর্ট : আপনার অ্যামাজন কিন্ডল শুধুমাত্র ই-বুক পড়ার জন্যই নয়, বরং ইনস্টাপেপারের মতো সার্ভিসের মাধ্যমে ওয়েব পেজ বা আর্টিকেল পড়ার জন্যও বেশ জনপ্রিয়। এই ‘সেভ টু কিন্ডল’ (Save to Kindle) ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের আর্টিকেলগুলো কিন্ডলের ই-ইঙ্ক ডিসপ্লেতে পড়ার সুযোগ পেতেন। কিন্তু এই সুবিধাটি আর ফ্রি থাকছে না।
আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে Instapaper-এর এই চমৎকার ফিচারটি ‘পে-ওয়াল’ (Paywall)-এর আড়ালে চলে যাচ্ছে। অর্থাৎ, এখন থেকে আপনার সেভ করা আর্টিকেলগুলো কিন্ডলে পাঠিয়ে পড়তে হলে আপনাকে Instapaper Premium অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করতে হবে। এর জন্য মাসে প্রায় ৬ ডলার বা বছরে ৬০ ডলার খরচ পড়বে।
এই ঘোষণা আসার পর রেডিটে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই সিদ্ধান্তের সমালোচনা করলেও ইন্সটাপেপারের মালিক ব্রায়ান ডোনোহিউ বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানান, কয়েক লক্ষ মানুষ এই ফিচারটি ব্যবহার করলেও তাদের অধিকাংশই ছিলেন ফ্রি ইউজার। এত বিশাল সংখ্যক ব্যবহারকারীকে দীর্ঘসময় ধরে বিনামূল্যে সার্ভিস দেওয়া প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে, তাই অনেকটা বাধ্য হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে কিন্ডল ব্যবহারকারীদের জন্য খারাপ খবর হলেও কোবো ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর আছে। কোবো ডিভাইসে এই একই ফিচার ব্যবহার করতে কোনো টাকা লাগবে না। ডোনোহিউ ব্যাখ্যা করেছেন যে, কোবো-র ইন্টিগ্রেশন সরাসরি ইন্সটাপেপারের নিজস্ব এপিআই ব্যবহার করে, যার ফলে এতে কোম্পানির বাড়তি কোনো খরচ হয় না। ফলে কোবো ফ্যানরা এই লড়াইয়ে জিতে গেলেন এটা বলা যায়।


