টেকসিঁড়ি রিপোর্ট : ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে মেটা।
সোমবার, ২৬ জানুয়ারী প্রতিষ্ঠানটি ‘টেকক্রাঞ্চ’কে জানিয়েছে, এই সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা এমন কিছু বিশেষ ফিচার পাবেন যা সাধারণ ভার্সনে নেই। তবে আশার কথা হলো, অ্যাপগুলোর মূল ফিচারগুলো আগের মতোই সবার জন্য ফ্রি থাকবে।
মেটা তাদের এই প্রিমিয়াম অভিজ্ঞতায় মূলত উৎপাদনশীলতা (productivity), সৃজনশীলতা এবং উন্নত এআই সক্ষমতার ওপর জোর দিচ্ছে। সম্প্রতি মেটা প্রায় ২ বিলিয়ন ডলারে ‘মানুষ নামের একটি এআই এজেন্ট অধিগ্রহণ করেছে। এই এআই টুলটিকে মেটার বিভিন্ন পণ্যের সাথে যুক্ত করা হবে এবং এর উন্নত ব্যবহারের জন্য সাবস্ক্রিপশন ফি দিতে হতে পারে।
এছাড়া মেটার ভিডিও জেনারেশন টুল ‘ভাইবস’ ব্যবহার করে যারা আনলিমিটেড এআই ভিডিও তৈরি করতে চান, তাদের জন্যও থাকছে পেইড অপশন।
রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জির দেওয়া তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামের নতুন এই পেইড সাবস্ক্রিপশনে এমন কিছু ফিচার থাকবে যা ব্যবহারকারীরা অনেকদিন ধরেই চাইছিলেন। যেমন: অন্য কারো ‘স্টোরি’ দেখা যাবে একদম গোপনে (স্টোরি পোস্ট করা ব্যক্তি জানতে পারবেন না)। আনলিমিটেড অডিয়েন্স লিস্ট তৈরির সুবিধা। কারা আপনাকে ফলো-ব্যাক করছে না, তার তালিকা দেখার সুযোগ।
মেটা জানিয়েছে, এই নতুন সাবস্ক্রিপশনটি তাদের বর্তমান ‘মেটা ভেরিফাইড’ সার্ভিস থেকে সম্পূর্ণ আলাদা হবে। মেটা ভেরিফাইড মূলত কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়ীদের জন্য (ব্লু টিক এবং ২৪/৭ সাপোর্ট), কিন্তু এই নতুন ফিচারগুলো সাধারণ ব্যবহারকারী, ক্রিয়েটর এবং বিজনেস—সবার কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে। বর্তমানে বাজারে প্রচুর পেইড সার্ভিস থাকায় ব্যবহারকারীদের মধ্যে ‘সাবস্ক্রিপশন ফ্যাটিগ’ বা ক্লান্তি দেখা দিতে পারে।
স্ন্যাপচ্যাটের সফলতা মেটাকে উৎসাহিত করছে। স্ন্যাপচ্যাট প্লাসের বর্তমানে ১৬ মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে। মেটা আশা করছে, তারা যদি আকর্ষণীয় ফিচারের সমন্বয় ঘটাতে পারে, তবে সাধারণ ব্যবহারকারীরা এই নতুন খরচে রাজি হবেন। আগামী কয়েক মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই সেবাগুলো চালু হতে পারে।


