টেকসিঁড়ি রিপোর্ট : কেমব্রিজের একটি অ্যাপল স্টোর থেকে ১১,৪৯০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লক্ষাধিক টাকা) মূল্যের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। বিএমডব্লিউ হাঁকিয়ে অ্যাপল স্টোরে দুর্ধর্ষ চুরির দায়ে পুলিশ ৩ কিশোরকে আটক করেছে ।
কেমব্রিজশায়ার পুলিশ জানিয়েছে, গত রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ কেমব্রিজের ‘গ্র্যান্ড আর্কেড’ শপিং মলে অবস্থিত অ্যাপল স্টোর থেকে ১১টি ফোন চুরি হয়। চুরির বিষয়টি একজন সচেতন নাগরিক পুলিশকে জানালে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ অভিযান চালিয়ে পরবর্তীতে এম-১১ (M11) মহাসড়ক থেকে একটি সাদা রঙের বিএমডব্লিউ (BMW) গাড়ি থামিয়ে ৩ জন কিশোরকে গ্রেফতার করে।
১৭ বছর বয়সী এক কিশোর, লন্ডনের এনফিল্ডের বাসিন্দা এই কিশোরের বিরুদ্ধে চুরির পাশাপাশি ‘ক্রিমিনাল বিহেভিয়ার অর্ডার’ বা অপরাধমূলক আচরণ সংক্রান্ত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তাকে কেমব্রিজ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা ছিল।
আরও দুইজন ১৬ বছর বয়সী কিশোর, লন্ডনের এই দুই কিশোরের বিরুদ্ধেও চুরির মামলা দেওয়া হয়েছে। আগামী ৪ মার্চ হান্টিংডন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির হওয়ার কথা রয়েছে।



