টেকসিঁড়ি রিপোর্ট : ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো ৬১তম এশিয়া-প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক (APAN61) সম্মেলন। ৫ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২৬ থেকে ৩০ জানুয়ারি ২০২৬, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গবেষণা ও উচ্চশিক্ষা খাতে উন্নত নেটওয়ার্কিং সহযোগিতা জোরদারে যেখানে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
APAN (Asia-Pacific Advanced Network) হলো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা গবেষণা ও শিক্ষার জন্য উন্নত নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করে। APAN-এর নিয়মিত আন্তর্জাতিক সম্মেলন বা “APAN Meet” গবেষণা নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি খাতের অংশীজনদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে বিবেচিত। APAN61 সেই ধারাবাহিকতারই অংশ, যা বাংলাদেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজনের মাধ্যমে দেশের গবেষণা ও উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে।
এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) এবং Higher Education Acceleration and Transformation (HEAT) Project, যেখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদান করে।
বিডিরেন দেশের জাতীয় গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক হিসেবে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর জন্য উচ্চগতির ও নিরাপদ ডিজিটাল সংযোগ নিশ্চিত করছে। হিট প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর ও সক্ষমতা উন্নয়নে বিডিরেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের গবেষণা ও শিক্ষা খাতকে বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়।
২৬ জানুয়ারি ঢাকায় এক হোটেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিডিরেন-এর ভাইস-চেয়ারপারসন ও ইউজিসি এর সদস্য অধ্যাপক ড. মো. সাইয়্যিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিএএন এর চেয়ারম্যান অধ্যাপক শিনজি শিমোজো। উদ্বোধনী বক্তব্য দেন বিডিরেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত।
উদ্বোধনী দিনে দুটি গুরুত্বপূর্ণ মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। নেদারল্যান্ডসের SURF-এর প্রতিনিধি কারিন ওয়েসেল উপস্থাপন করেন “Staying Connected: A Federated, Open Foundation for Global Research & Education Collaboration” শীর্ষক প্রবন্ধ। অপরদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (BIDS)-এর সিনিয়র রিসার্চ ফেলো ড. আজরিন করিম উপস্থাপন করেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনীতি বিষয়ক মূল প্রবন্ধ।
পাঁচ দিনব্যাপী APAN61 সম্মেলনের কর্মসূচি ছিল অত্যন্ত বৈচিত্র্যময় ও কার্যকর। এতে অন্তর্ভুক্ত ছিল—ওয়ার্কিং গ্রুপ সেশন, স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (SIG) সভা, প্রযুক্তিগত ও গবেষণাভিত্তিক শেয়ারিং সেশন, প্রশিক্ষণ ও কর্মশালা, বোর্ড মিটিং, প্যানেল আলোচনা ও জেনারেল অ্যাসেম্বলি, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, নেটওয়ার্কিং ডিনার ও সাংস্কৃতিক আয়োজন। এই সেশনগুলোতে উন্নত নেটওয়ার্ক প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, গবেষণা ডেটা ব্যবস্থাপনা, শিক্ষা ও গবেষণায় ডিজিটাল সহযোগিতা—এসব বিষয়ে গভীর আলোচনা হয়।
APAN61 সম্মেলনে অংশগ্রহণ করেন ২০টি দেশের প্রতিনিধিরা। বিদেশি অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১০৭ জন, স্থানীয় অংশগ্রহণকারী ছিলেন ২৪৮ জন। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫২ জন উপাচার্য অংশ নেন। ২০১টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন যেখানে ১২১ টি সেশন এবং ২৪ টি কর্মশালায় ১০১ জন আলোচক বক্তব্য রাখেন।
এই ব্যাপক অংশগ্রহণ সম্মেলনের আন্তর্জাতিক গুরুত্ব ও গ্রহণযোগ্যতাকে তুলে ধরে। এই পরিসংখ্যানই প্রমাণ করে APAN61 Meet ছিল একটি সত্যিকারের বৈশ্বিক ও অন্তর্ভুক্তিমূলক সম্মেলন। সম্মেলনের পাশাপাশি আয়োজন করা হয় ওয়েলকাম ডিনার, সোশ্যাল ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি আন্তর্জাতিক অতিথিদের সামনে তুলে ধরা হয়। এসব আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও সুদৃঢ় করে।
৩০ জানুয়ারি অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরো দুটি কি-নোট উপস্থাপন করা হয়। প্রথমে একশন এইডের বাংলাদেশ প্রধান ফারাহ কবির উপস্থাপন করেন লিঙ্গ- সমতা ভিত্তিক বাংলাদেশ বিষয়ের ওপর এবং পরে আচমাদ হুসনি থামরিন কি- নোট উপস্থাপন করেন এক নজরে ডিজিটাল অর্জন বিষয়ে। এছাড়া বিভিন্ন সেশনের সারসংক্ষেপ, ফেলোশিপ স্মারক ও ই-সার্টিফিকেট প্রদান, সমাপনী প্রতিবেদন পেশ করা হয়।
আয়োজকরা জানান, APAN61-এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষা নেটওয়ার্কিংয়ে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। পরবর্তী সম্মেলন এ বছরের ১০-১৪ অগাস্টে, APAN62 অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের অকল্যান্ডে, যা এই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
৫ দিন ব্যাপী এই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গবেষণা ও উচ্চশিক্ষা খাতে উন্নত নেটওয়ার্কিং সহযোগিতা সন্মেলন শেষ হয় APAN Meet এর পরবর্তী আয়োজন APAN62 এর আয়োজকদের হাতে হস্তান্তরের মধ্য দিয়ে।



