টেকসিঁড়ি রিপোর্ট : ৭ ই এপ্রিল দেশে ই-কমার্স দিবস পালিত হয়। বাংলাদেশের ই-কমার্স সেক্টর ডেভেলপমেন্টে আজ এক বিশেষ দিন । শহর , উপশহর এই সেবা প্রাপ্তির তালিকায় থাকলেও শতভাগ সেবা পাচ্ছে না দেশের গ্রামগুলো।
রাজিব আহমেদ, সাবেক ও প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, ই-কমার্স অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ, টেকসিঁড়িকে জানান, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর ই-ক্যাব জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ৭ এপ্রিলকে ই-কমার্স দিবস পালনের ঘোষণা করে। ই-ক্যাবের তৎকালীন প্রেসিডেন্ট হিসেবে সেই ঘোষণা আমিই দেই। ২০১৫ সালে আমরা ই-কমার্স দিবস পালন করি মূলত অনলাইনেই বেশি। ই-ক্যাবের ফেইসবুক গ্রুপে এ নিয়ে অনেক পোস্ট আসে ১ এপ্রিল থেকে। আর মিডিয়াতে কিছু লেখা প্রকাশ হয় টিভিতে কিছু সাক্ষাৎকার। ই-ক্যাব থেকে একটি ইভেন্টের আয়োজন করা হয় ২০১৫ সালের ১০ এপ্রিল যেখানে ২৫০ এর বেশি মানুষ যোগ দেয়। এটাই ছিল ই-ক্যাবের আসল শক্তি- অনেক তরুণ তখন একটিভ ছিল অনলাইনে এবং অফলাইনে এবং তারা ই-ক্যাবকে খুব সাপোর্ট করেছে। ই-ক্যাবকে তারা নিজেদের সংগঠন বলে মনে করতো।
তিনি আরও বলেন, ৯ বছর পরে এসে বাংলাদেশে ই-কমার্সের বাজার এতটাই বেড়েছে যে আমি নিজেও মাঝে মধ্যে অবাক হই। তবে এখনো একটা দিকে আমরা পিছিয়ে আর তা হলো একদম সকল গ্রামের মানুষের কাছে ই-কমার্সের সেবা পৌছে দেয়া। এটাও হয়তো হয়ে যাবে ২০৩০ সাল নাগাদ।
ই ক্যাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ তমাল ৭ এপ্রিল কেন এর কারণ জানান, তিনি বলেন, বাংলাদেশে ই-কমার্স ইন্ডাস্ট্রিকে গড়ে তোলার জন্য, ই-কমার্স কে জনপ্রিয় করার জন্য একটি দিবস করার কথা পরিকল্পনা করি। যেহেতু ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং এই দিনটিকে কেন্দ্র করে বাঙ্গালীদের বিশেষ আয়োজন থাকে। তাই ৭ থেকে ১৪ই এপ্রিল এক সপ্তাহ ব্যাপী অনলাইনে কেনাকাটাকে উদ্বুদ্ধ করার জন্যই মূলত ৭ এপ্রিল কে আমরা ই-কমার্স দিবস হিসেবে একটি উপযুক্ত দিন হিসাবে বিবেচনা করি। তাই প্রতিবছর ৭ ই এপ্রিল ই-কমার্স দিবস হিসাবে উদযাপন হয়।
আজকের দিনে ই ক্যাবের কোন আয়োজন আছে কিনা এ সম্পর্কে জানতে চাইলে স্ট্যান্ডিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম শোভন টেকসিঁড়িকে বলেন, আজকে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ইফতার করেছে। শবে কদর , ঈদের ছুটি সব মিলিয়ে আজ আর ভিন্ন কিছু করা হয় নি।
ই-কমার্সের পণ্য ও পরিষেবাগুলোর মধ্যে রয়েছে খুচরা কেনাকাটা, ভ্রমণ ও আতিথেয়তা, অনলাইন ফুড সার্ভিস, বিনোদন ও গণমাধ্যম, স্বাস্থ্যসেবা, বিভিন্ন গ্যাজেট ও কারিগরি পরিষেবা ইত্যাদি।
ডাবলিন-ভিত্তিক বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড মার্কেটস ডট কমের মতে, ২০২৬ সালের মধ্যে দেশের ই কমার্স খাত প্রায় দেড় লাখ কোটি টাকার বাজারে পরিণত হবে।