31 C
Dhaka
৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই সফর, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

শেখ জামাল ইনোভেশন গ্র্যান্টে নিবন্ধনের শেষ তারিখ ১৬ এপ্রিল

টেক সিঁড়ি রিপোর্ট : ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আইটি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ট । গ্র্যান্টে নিবন্ধনের শেষ তারিখ ১৬ এপ্রিল।

প্রযুক্তি নির্ভর পণ্য বা সেবা নিয়ে যারা কাজ করছেন কেবলমাত্র তারা ই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উদ্ভাবনগুলোকে সমাজ, অর্থনীতি এবং পরিবেশগত পরিবর্তনে ভুমিকা রাখতে হবে। আইডিয়া প্রকল্পের ফান্ড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এই প্রতিযোগিতায় অংশ নিতে অযোগ্য হবে।

চুড়ান্ত পর্বে অংশ নেবে ১৩টি স্টার্টআপ । গালা ইভেন্টটি আয়োজিত হবে ২৫ থেকে ২৭ এপ্রিল, ২০২৪। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবে ৫ লাখ টাকা, রানার্স আপ ৩ লাখ, ২য় রানার্স আপ ২ লাখ , ৪র্থ থেকে ১৩ তম স্টার্টআপ পাবে ১ লাখ টাকার পুরষ্কার। সর্বমোট ২০ লাখ টাকার পুরষ্কার ঘোষণা করা হয়েছে ।

https://sjig.drmcitclub.com এই লিঙ্কে গিয়ে আগ্রহীরা নিবন্ধন করতে পারেন।

Related posts

প্রতারণা থেকে সতর্ক থাকার প্ল্যাটফর্ম প্রতারক ডট এক্সওয়াইজেড

TechShiri Admin

একটি প্রযুক্তিবান্ধব শহর হবে চট্রগ্রাম

Tahmina

লিংকডইনে এআই প্রত্যাশিত জনপ্রিয় হয় নি

Tahmina

Leave a Comment