24 C
Dhaka
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বিডিএসআইজি’র ৮ম আয়োজন শুরু ২৫ এপ্রিল

টেকসিঁড়ি রিপোর্টঃ বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স (বিডিএসআইজি) এর ৮ম আয়োজন শুরু হচ্ছে ২৫ এপ্রিল থেকে। সকলের জন্য একটি উন্মুক্ত, বিনামূল্যে এবং নিরাপদ ডিজিটাল শাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিন ব্যাপি এই আয়োজন শুরু হবে বুয়েটের সিএসই বিভাগে।

বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্ন্যান্স – বিডিএসআইজি ফেলোশিপ কমিটি সরাসরি (ফেস টু ফেস) ফরম্যাটের জন্য ৮ম বিডিএসআইজি ২০২৪ প্রোগ্রামের ফেলো হিসাবে ৪৩ জন আবেদনকারীকে নির্বাচিত করেছে।

আয়োজনের উদ্দেশ্য – ডিজিটাল ইকো সিস্টেমের জ্ঞান বাড়ান, ইন্টারনেট গভর্নেন্সের উপর পরবর্তী প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলা , ডিজিটাল পরিবেশে অধিকার এবং স্বাধীনতা সংজ্ঞায়িত করন , স্মার্ট বাংলাদেশের জন্য রাজনৈতিক নেতৃত্ব জোরদার করা।

বৃহস্পতিবার , ২৫ এপ্রিল দুপুর ২ টায় শুরু হবে রেজিস্ট্রেশন পর্ব, স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বি আই জি এফ) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু , স্পিকার হিসেবে থাকবেন, বিআইজিএফ এর ভাইস চেয়ারম্যান এএইচ এম বজলুর রহমান , আব্দুর রশীদ তুষার , লেকচারার, সিএসই , বুয়েট, ড. এবিএম আলিম আল ইসলাম, প্রফেসর , সি এস ই , বুয়েট, সহ আরো অনেকে।

সমাপনী অনুষ্ঠান হবে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), কনফারেন্স রুমে। ২৭ এপ্রিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিটিআরসি‘র চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ, আরও উপস্থিত থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল খলিল উর রহমান, পরিচালক, বিটিআরসি প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির, সিটিও , ফাইবার এট হোম, অভ্রি দরিয়া, হাসানুল হক ইনু , ড. জুলকারিন জাহাঙ্গীর , এসিস্ট্যান্ট প্রফেসর নর্থ সাউথ ইউনিভারর্সিটি।

Related posts

হাই-টেক পার্কের নাম বদলাচ্ছে, হবে জেলার নামে 

Tahmina

নিরাপদ ইন্টারনেট সচেতনতায় ১ অক্টোবর থেকে শুরু হয়েছে নবম ‘ক্যাম’ ক্যাম্পেইন

TechShiri Admin

ইন্টানেটের ধীরগতি, ঠিক হতে সময় লাগবে ১ মাস

Samiul Suman

Leave a Comment