25 C
Dhaka
১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

এআইইউবি সিএস ফেষ্ট ২০২৪ শুরু আজ, আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন

টেকসিঁড়ি রিপোর্টঃ আজ থেকে শুরু হচ্ছে এআইইউবি সিএস ফেষ্ট ২০২৪। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ও সিনিয়র প্রোগ্রামিং প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনদিন ব্যাপি আয়োজনের যাত্রা শুরু হলো আজ।

এছাড়াও রয়েছে দিনব্যাপী অ্যাপ প্রদর্শনী, আইসিটি অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড ও কন্টেন্ট রাইটিং সহ আরো অনেক ইভেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠান আগামিকাল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং মিসেস নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান, এআইইউবি বোর্ড অফ ট্রাস্টি, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন৷ এই আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে টেকসিঁড়ি ডট কম।

এআইইউবি সিএস ফেষ্ট হল এআইইউবি কম্পিউটার ক্লাবের একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট, যা নতুন নতুন উদ্ভাবন এবং মেধাশক্তির একটি উত্তেজনাপূর্ণ প্রদর্শনী, যেখানে ১২টি জমজমাট ইভেন্ট রয়েছে যা শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতাকে তুলে ধরে।

এবার এআইইউবি থেকে প্রায় ৩০০০ অংশগ্রহণকারী এবং দেশের বিখ্যাত স্কুল ও কলেজ থেকে আরও ২০০০ জন অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগে নিবন্ধন করেছেন।

আরও পড়ুন

এআইইউবি’তে সিএস ফেস্ট ২৫ এপ্রিল থেকে শুরু

Related posts

উদ্বোধন হলো এআইইউবি সিএস ফেষ্ট ২০২৪

Samiul Suman

শুরু হলো বাংলাদেশ এআই অলিম্পিয়াড এর জাতীয় পর্বের রেজিষ্ট্রেশন

Samiul Suman

ড্যাফোডিলে শিশুদের জন্য বুট ক্যাম্প ১৭ মে

Tahmina

Leave a Comment