টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ৯ মে থেকে ১১ মে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে এআইইউবি প্রেজেন্টস নটর ডেম অ্যানুয়াল সায়েন্স ফেস্টিভ্যাল ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হতে যাচ্ছে। রাজধানীর মতিঝিল নটর ডেম কলেজে এ ফেস্টিভ্যাল আয়োজিত হবে। নিবন্ধন করা যাবে ৮ মে পর্যন্ত ।
নটর ডেম অ্যানুয়াল সায়েন্স ফেস্টিভ্যাল আয়োজন করছে নটর ডেম বিজ্ঞান ক্লাব। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আমেরিকান ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।
উৎসবে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকবে ক্রেস্ট ও সার্টিফিকেটসহ আরও উপহার। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে আয়োজিত হচ্ছে এই ফেস্টিভ্যাল। নিবন্ধন করে এতে অংশগ্রহণ করতে হবে। সম্পূর্ণ ফ্রি নিবন্ধন ।
বিস্তারিত জানতে দেখুন নটর ডেম বিজ্ঞান ক্লাব ফেসবুক পেজ: https://www.facebook.com/NDSCOfficial।
নিবন্ধন লিংক: https://www.facebook.com/events/766839915449741/permalink/781735630626836/।
এ উৎসবে ১৫টির বেশি বিভাগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিজ্ঞানবিষয়ক অলিম্পিয়াড, সায়েন্টিফিক রিসার্চ, প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন ও সায়েন্টিফিক ভেঞ্চার। পাশাপাশি বিজ্ঞানবিষয়ক বিভিন্ন সেমিনার, কর্মশালা ও ক্লাব কনভোকেশনের মতো বিভিন্ন আয়োজন রয়েছে।
স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে এতে অংশগ্রহণ করতে পারবে। যেমন প্রজেক্ট এক্সিবিশন ও প্রজেক্ট এক্সপোতে ক্যাটাগরি রয়েছে ২টি। স্কুল পর্যায় (৬ষ্ঠ–১০ম শ্রেণি) ও কলেজ পর্যায় (একাদশ–দ্বাদশ শ্রেণি)। আবার অলিম্পিয়াডে মোট ৪ ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রাথমিক (১ম–৫ম শ্রেণি), জুনিয়র (৬ষ্ঠ–৮ম শ্রেণি), সিনিয়র (৯ম-১০ম শ্রেণি) ও ইন্টারমিডিয়েট (একাদশ-দ্বাদশ শ্রেণি)।
১৯৫৫ সালে এশিয়ার প্রথম বিজ্ঞান ক্লাব হিসেবে যাত্রা শুরু করে নটর ডেম বিজ্ঞান ক্লাব। প্রতি বছর দেশের প্রায় ১০ হাজার শিক্ষার্থী এ মেলায় অংশগ্রহণ করে। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।