25 C
Dhaka
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ফাইবার এট হোমের ১৫ বছরের লাইসেন্স নবায়ন করলো বিটিআরসি

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর ফাইবার এট হোম-কে ১৫ বছর মেয়াদী নবায়নকৃত এনটিটিএন লাইসেন্স হস্তান্তর করা হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম ফাইবার এট হোম লিমিটেড বিটিআরসি থেকে ৭ জানুয়ারি ২০০৯ তারিখে ১৫ বছরের জন্য লাইসেন্স প্রাপ্ত হয়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বিটিআরসি ভবনে লাইসেন্স হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ। ফাইবার এট হোম এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ রফিকুর রহমান নবায়নকৃত লাইসেন্সটি গ্রহণ করেন।

কমিশন হতে ইতোমধ্যে ৩টি সরকারি এবং ৩টি বেসরকারিসহ মোট ৬ টি প্রতিষ্ঠান কে এনটিটিএন লাইসেন্স প্রদান করা হয়েছে।

গত ৬ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ কার্যকর ছিল। পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষে ১২ নভেম্বর ২০২৩ নবায়নের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে ৭ জানুয়ারি ২০২৪ তারিখ হতে আগামী ১৫ বছরের জন্য এনটিটিএন লাইসেন্স কমিশন হতে নবায়ন করা হয়েছে।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে কমিশনের ভাইস-চেয়ারম্যান মো: আমিনুল হক, স্পেকট্রাম বিভাগের কমিশনার শেখ রিয়াজ আহমেদ, সিস্টেমস্ এন্ড সার্ভিসেস বিভাগের কমিশনার মোঃ দেলোয়ার হোসাইন, লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডুসহ বিটিআরসি ও প্রতিষ্ঠানটির উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

চলছে সাবমেরিন ক্যাবল মেরামত, ইন্টারনেট সেবা ব্যাহত

Samiul Suman

উচ্চ গতির স্টারলিংক ইন্টারনেট সেবা যুক্ত হলো কাতার এয়ারওয়েজে

Tahmina

গোল্ডটাচ এলিট এর্গোনোমিক কীবোর্ড: কম্পিউটার প্রফেশনালদের জন্য অনন্য ডিজাইন

TechShiri Admin

Leave a Comment