21 C
Dhaka
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

যুব প্রতিবন্ধী আইটি প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন , সেরা ৪ যাবে দুবাই

টেকসিঁড়ি রিপোর্ট : যুব প্রতিবন্ধী আইটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ১২ জন । আগামী অক্টোবরে দুবাইয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী এই ১২ জনের মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ৪ জন অংশগ্রহণের সুযোগ পাবে। সারাদেশ থেকে মোট ৪ ক্যাটাগরিতে ১২৩ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতি গ্রুপ থেকে যারা প্রথম হয়েছেন বিইউবিটি কর্তৃক তাদের একটি স্যামসাং স্মার্টফোন দেয়া হয়। এছাড়া প্রত্যেক বিজয়ীদের একটি করে স্মার্টফোন, সনদ ও ক্রেস্ট উপহার দেয়া হয়।

বিজয়ীরা বিসিসি কর্তৃক পরিচালিত উচ্চতর প্রশিক্ষণ কোর্সে বিনা ফি’তে অংশগ্রহণের সুযোগ পাবে । উল্লেখ্য, সারাদেশ থেকে আগত প্রত্যেক প্রতিযোগীকে যাতায়াত ভাতা প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ৮ম বারের মতো গত ১১ মে ২০২৪ শনিবার যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় আইটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন।

তিনি তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের অবদান রাখার ব্যাপক সুযোগ রয়েছে বলে ব্যাখ্যা করেন। তিনি বলেন, যুব প্রতিবন্ধী ব্যক্তিদের পিছিয়ে পড়ার সুযোগ নেই। তাদের সাথে নিয়েই আগামীর স্মার্ট বাংলাদেশ এর দিকে আমাদের এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার। তিনি সারাদেশ থেকে অংশ নেওয়া সকল যুব মেধাবী প্রতিবন্ধী ব্যক্তিদের অনুপ্রাণিত করেন।

প্রাথমিকভাবে ১৪ থেকে ২২ বছর বয়স পর্যন্ত আগ্রহীগণ ডাক, ই-মেইল এবং অনলাইনের মাধ্যমে গত ১৮ এপ্রিল ২০২৪ এর মধ্যে উক্ত প্রতিযোগিতায় তাদের নিবন্ধণ সম্পন্ন করেন।

দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) অর্থাৎ মোট ৪ ক্যাটাগরিতে সারাদেশ থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

উক্ত প্রতিযোগিতায় মাইক্রোসফ্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা যাচাই করা হয়। জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রত্যেক ক্যাটাগরি থেকে সেরা প্রথম তিনজনকে অর্থাৎ ৪ ক্যাটাগরিতে মোট ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

এছাড়া, প্রত্যেক ক্যাটাগরি থেকে একজন করে অর্থাৎ ৪ ক্যাটাগরিতে ৪ জন মেধাবীর নাম আয়োজক কর্তৃপক্ষ বিজয়ী হিসেবে ঘোষনা করেন।

৮ম জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪ এর বিজয়ীরা হলেন: দৃষ্টি প্রতিবন্ধী ক্যটাগরিতে গাইবান্ধার মোঃ আল মানি মোস্তাকিম তাহসনি (১ম), ঝিনাইদহ এর মোঃ নাছিম (২য়) এবং ঢাকার মোঃ রাফাত করিম (৩য়)।

শারীরিক প্রতিবন্ধী ক্যটাগরিতে রাজশাহীর মোঃ ইয়াসিন খন্দকার ইমন (১ম), পাবনার মোসাঃ স্বর্না খাতুন (২য়) এবং শেরপুরের মোঃ আব্দুল হামিদ (তয়)।

বাক ও শ্রবণ প্রতিবন্ধী ক্যটাগরিতে ঢাকার মোঃ আতিকুর রহমান (১ম), ঢাকার সাবেকুন নাহার (২য়) এবং ঢাকার মামুনুর রশিদ ইফতি (৩য়)।

সবশেষে, এনডিডি ক্যটাগরিতে ঢাকার ওয়াজিহ তাওসিফ রায়াত (১ম), ঢাকার আশরার বিল্লাহ খান (২য়) এবং ঢাকার রায়হান হোসেন (৩য়)।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি এর চেয়ারম্যান মোঃ সামশুল হুদা, এফসিএ, এ এফ এম সরওয়ার কামাল, সাবেক চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি, বিইউবিটি, অধ্যাপক ড. মোঃ আলী নূর, প্রো-ভাইস চ্যান্সেলর, বিইউবিটি এবং খন্দকার জহুরুল আলম, নির্বাহী পরিচালক, সিএসআইডি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান, ভাইস চ্যান্সেলর, বিইউবিটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিসি এর প্রশিক্ষণ ও উন্নয়ন শাখার ইনচার্জ পরিচালক মোঃ জফুরুল আলম খান।

শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতাটি রাজধানী ঢাকার মিরপুরে বিইউবিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর সহযোগিতায় আয়োজন করা হয়।

Related posts

গ্রে ম্যাটার রোবোটিক্স বিনিয়োগ পেলো সাড়ে ৪ কোটি ডলার

TechShiri Admin

আইএফএ ২০২৪-এ টেকনোর উদ্ভাবনী এআইওটি ইকোসিস্টেম প্রদর্শন

Tahmina

আইএসপিএবি নির্বাচনে টিম ফরোয়ার্ড পেলো সংখ্যা গরিষ্টতা

Samiul Suman

Leave a Comment