২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

২০৫০টি সিভি জমা পড়লো তেজগাঁও স্মার্ট কর্মসংস্থান মেলায়

টেকসিঁড়ি রিপোর্ট : তেজগাঁও কলেজের শিক্ষার্থী / গ্রাজুয়েটদের কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলায় সিভি জমা পড়েছে ২০৫০টি। নিয়োগ দেয়া হবে ২৮০টির অধিক পদে।

তেজগাঁও কলেজের আয়োজনে এটুআই এর সহযোগিতায় সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই মেলা। অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় চাকরি প্রত্যাশীদের, মেলার ভেন্যু ছিল তেজগাঁও কলেজ ক্যাম্পাস।

মেলায় মোট ৩০টি কোম্পানি অংশগ্রহণ করেছে। কোম্পানিগুলি অন-স্পটে কোনো চাকরি নিশ্চিত করেনি, তবে তারা ২ সপ্তাহের মধ্যে যারা সিভি জমা দিয়েছে তাদের ভাইভার জন্য ডাকবে।

এটুআই এবং বিডিজবস চাকরি মেলার আগে তেজগাঁও কলেজের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার নির্দেশনা প্রদান করে এবং মেলায় কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে।

১৪ মে, মংঙ্গলবার তেজগাঁও কলেজের শিক্ষার্থী / গ্রাজুয়েটদের কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত হয়েছে স্মার্ট কর্মসংস্থান মেলা।

তেজগাঁও কলেজের আয়োজনে এটুআই এর সহযোগিতায় সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই মেলা। অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ভেন্যু ছিল তেজগাঁও কলেজ ক্যাম্পাস।

আরো পড়ুন

তেজগাঁও কলেজে স্মার্ট কর্মসংস্থান মেলা ১৪ মে

Related posts

APNIC ফেলোশীপের জন্য আবেদন প্রক্রিয়া চলছে

Samiul Suman

ICANN81 ফেলোশিপের জন্য আবেদন উন্মুক্ত

Samiul Suman

২৪তম জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলন এবং গ্রিন এক্সপো আগামী ২২,২৩ মে

Tahmina

Leave a Comment