22 C
Dhaka
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

প্রজেক্ট প্রহরীর স্বর্ন জয়,দেশের প্রথম নারী রোবোটিক্স দল কোড ব্ল্যাক

টেকসিঁড়ি রিপোর্ট : ওয়ার্ল্ড সাইন্স, এনভারনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন (WSEEC) ২০২৪-এ অংশ নিয়ে স্বর্ণ পদক অর্জন করলো দেশের প্রথম নারী রোবোটিক্স দল কোড ব্ল্যাক। ১৮টি দেশের ৩১০ টি দল অংশগ্রহণ করে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায়। ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (আইওয়াইএসএ) ডব্লিউএসইইসি প্রতিযোগিতার আয়োজন করেছিল।

২০১৯ ও ২০২২ সালের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে ব্রোঞ্জ এবং ২০২২ সালের ইন্টারন্যাশনাল সাইন্স ও ইনোভেশন ফেস্টেও গোল্ড জয় করেছিল দলটি।

প্রজেক্ট প্রহরী

প্রহরী একটি উদ্ধারকারী রোবট, যা দুর্যোগ প্রতিক্রিয়া, অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য তৈরি করা হয়েছে।

সহজ কথায়- রোবটটির প্রধান বৈশিষ্ট্য হলো অগ্নি নির্বাপণ। অত্যাধুনিক ইমেজ প্রসেসিং এবং এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) সাহায্যে এটি বাস্তব সময়ে ভিজ্যুয়াল ডেটা বিশ্লেষণ, বেঁচে থাকা ব্যক্তিদের শনাক্তকরণ ও বিপজ্জনক অবস্থার মূল্যায়ন করতে পারে। এটি বৈরী পরিবেশে নির্ভুলভাবে চলাচল করতে পারে।

রোবটটি জীবিতদের শনাক্ত করতে, বিপজ্জনক অবস্থার মূল্যায়ন করতে এবং দক্ষতার সাথে বৈরী পরিবেশে চলাচলের জন্য বিভিন্ন সেন্সর ব্যবহার করে। এছাড়াও এটি উদ্ধার অভিযানের সময়  অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলোর সাথে মানিয়ে নিতে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে। 

পল্লীকবি জসিমউদ্দিনের ‘নকশী কাঁথার মাঠ’ বই থেকে অনুপ্রেরণা নিয়ে রোবটটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

কোড ব্ল্যাক ও এর সদস্যরা

কোড ব্ল্যাকের সদস্য পাঁচজন। তাদের মধ্যে ফাবিন দলনেতা। দলের ম্যানেজার নুসরাত জাহান সিনহা। আর তাহিয়া রহমান প্রজেক্ট ম্যানেজার। বাকি দু’জন নওরিন ও সারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে পড়াশোনা করছেন।

ফাবিন বলেন, ‘সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা আরও বেশি ঘটছে। বেইলি রোডের অগ্নিকাণ্ড সবচেয়ে সাম্প্রতিক ও গুরুতর উদাহরণ। একজন অগ্নি নির্বাপণকর্মীকে বাইরের দিক থেকে আগুন নেভানো শুরু করতে হয়। তিনি আগুনের মধ্যে ঢুকতে পারেন না, কিন্তু আমাদের রোবট ‘প্রহরী’ সেটি পারে। এটি আগুনের মধ্যে ঢুকে যতটা সম্ভব ধোঁয়া শোষণ করে এবং প্রথমে আগুনের উৎস বন্ধ করার চেষ্টা করে।’

বাংলাদেশি রোবটিক্স দল টিম অ্যাটলাসের দলনেতা সানি জুবায়েরের হাত ধরে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় কোড ব্ল্যাক। ২০২৩ সালে ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করেছিল টিম অ্যাটলাস।

সানি জুবায়ের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় নারী সদস্যদের নিয়ে যেতে আমি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছিলাম। কারণ সমাজ থেকে অনেক প্রশ্ন উঠত। তাই আমি একান্ত তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করলাম, যাতে তারা আরও দ্রুত এগিয়ে যেতে পারেন।’

বর্তমানে সানি জুবায়ের কোড ব্ল্যাকের মেন্টর হিসেবে যুক্ত আছেন।

কোড ব্ল্যাকের উদ্দেশের কথা বলতে গিয়ে দলনেতা ফাবিন বলেন, ‘উদ্দেশ্য ছিল নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও নিবেদিত প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে তারা রোবোটিক্স এবং স্টেমের (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়) অন্যান্য ক্ষেত্রে অনুশীলন করতে পারেন।’

ফাবিন বলেন, ‘নারী দল হওয়ার সুবিধা ও অসুবিধাগুলোতে কিছুটা মিল আছে। সুবিধাটি হলো আমরা গ্রহণযোগ্যতা পাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা আমাদের সাথে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে। সমাজ বিশ্বাস করতে শুরু করেছে যে আমরাও পারি। তবে তাদের অভিভাবকদের বোঝাতে হয় আমরা কোথায় যাচ্ছি, কী করছি, কীভাবে সবকিছু করব ইত্যাদি। অর্থাৎ, পরিবর্তন হচ্ছে কিন্তু এখনও অনেক পথ বাকি।’

তিনি আরও বলেন, ‘তাছাড়া আমরা প্রায়ই সামাজিক মাধ্যমে নেতিবাচক ও ঘৃণামূলক মন্তব্যের সম্মুখীন হই, হয়তো শুধু মেয়েদের দল হওয়ার কারণে। শুরুতে এটি আমাদের খুব হতাশ করেছিল। কিন্তু এখন আমরা সেগুলো উপেক্ষা করতে শিখেছি।’

Related posts

২২ মার্চ হবে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড , চলছে রেজিস্ট্রেশন

Tahmina

চালু হয়েছে রিউমর স্ক্যানারের নতুন মোবাইল অ্যাপ

Tahmina

আইফোন ১৬ সিরিজ, অ্যাপলের প্রথম এআই ফোন

Tahmina

Leave a Comment