টেকসিঁড়ি রিপোর্ট : ফেইসবুকে চলছে গুজব। নাসা নাকি জানিয়েছে যে প্রচুর গরম পড়বে ইত্যাদি ইত্যাদি লেখা পোস্ট গণহারে সকলে কপি পেস্ট করে বেড়াচ্ছে। অনেকেই শেয়ার করে ভয় প্রকাশ করছে। টেকসিঁড়ি ডট কম সার্চ দিয়ে এই ধরনের কোন নিউজ নাসার ফেইসবুক পেইজ বা ওয়েব সাইটে বা গুগলে খুঁজে পায় নি।
এর আগে এপ্রিলে যখন গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে হিট ওয়েভ শুরু হয় তখন ও নওতাপ নিয়ে ফেইসবুকে বাংলাদেশের ব্যবহার কারিরা গুজবে আক্রান্ত হয়।
পাঠকের সুবিধায় নাসার পেইজের লিংক দেয়া হল ।
গুজব থেকে দূরে থাকুন, অন্যকে দূরে রাখুন। আবহাওয়ার তাপমাত্রা বেড়ে গেলে যথাযথ ব্যবস্থা নিন, নিরাপদ থাকুন। অনলাইনে ভয় ছড়াবেন না ।