২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা শাবান, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বিডিরেন ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত নোবিপ্রবি উপাচার্য

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

বিডিরেন ট্রাস্ট এর চেয়ারপার্সন (অতিরিক্ত দায়িত্ব) ও বাংলাদেশ  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডিরেনের ট্রাস্টি বোর্ডে মোট ১১ জন সদস্যের মধ্যে ‘পাবলিক ট্রাস্টি’ ক্যাটাগরির বিপরীতে চারটি সদস্য পদ নির্ধারিত রয়েছে।  গত ১৮ মে ২০২৪  তারিখে ট্রাস্টি ক্যাটাগরিতে বর্তমানে অধিষ্ঠিত সদস্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সৃষ্ট শূন্যতা পূরণের জন্য ‘পাবলিক ট্রাস্টি’ ক্যাটাগরিতে পরবর্তী সদস্য হিসেবে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলমকে মনোনীত করা হয়।

উল্লেখ্য, ‘পাবলিক ট্রাস্টি’ হিসেবে নতুন উপাচার্যের সদস্যপদ ট্রাস্টি বোর্ডের পরবর্তী সভার তারিখ থেকে দুই বছরের জন্য কার্যকর থাকবে। ট্রাস্ট ডিড অনুযায়ী নোবিপ্রবির উপাচার্য বিডিরেন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে পাবলিক ট্রাস্ট্রি হিসেবে প্রতিনিধিত্ব করবেন।

Related posts

‘২ বছরের মধ্যে নোবিপ্রবিকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নিয়ে আসবো’

Tahmina

ট্রিপল-ই ডে পালিত হলো নোবিপ্রবিতে

Tahmina

নরওয়ে যাচ্ছে চুয়েটের ৮ শিক্ষার্থী

Tahmina

Leave a Comment