23 C
Dhaka
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ওপেনএআই-এর সাবেক প্রধান বিজ্ঞানী ইলিয়া শুরু করলেন নতুন এআই কোম্পানি

টেকসিঁড়ি রিপোর্ট : ওপেনএআই এর সহ – প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ইলিয়া সুটস্কেভার আনুষ্ঠানিকভাবে ওপেনএআই ত্যাগ করার মাত্র এক মাস পরেই ১৯ জুন নতুন কোম্পানি, সেইফ সুপারইন্টেলিজেন্স ইঙ্ক ( এস এস আই) Safe Superintelligence Inc. (SSI) নামের কোম্পানি শুরু করেছেন।

ইলিয়া সুটস্কেভার যিনি ওপেনএআই এর দীর্ঘদিনের প্রধান বিজ্ঞানী ছিলেন, প্রাক্তন ওয়াই কম্বিনেটর এর অংশীদার ড্যানিয়েল গ্রস এবং প্রাক্তন ওপেনএআই এর ইঞ্জিনিয়ার ড্যানিয়েল লেভির সাথে একত্রিত হয়ে নতুন এই প্রতিষ্ঠান শুরু করেন।

“সুপার ইন্টেলিজেন্ট” এআই সিস্টেমের উত্থানের সাথে এআই নিরাপত্তার উন্নতির জন্য ওপেনএআই কোম্পানির প্রচেষ্টার অবিচ্ছেদ্য অংশ ছিল।

সুটস্কেভার এবং লেইকে উভয়েই মে মাসে এআই নিরাপত্তার সাথে কীভাবে যোগাযোগ করা যায় তা নিয়ে ওপেনএআইতে নেতৃত্ব দিচ্ছিলেন, নাটকীয়ভাবে তারা কোম্পানি ত্যাগ করেন। এদিকে লেইকে এখন প্রতিদ্বন্দ্বী এআই দোকান Anthropic-এ একটি দলের প্রধান হিসেবে কাজ করছে ।

Related posts

রিসার্চ অ্যাপে চালু হচ্ছে অ্যাপল হেলথ স্টাডি

Tahmina

জেমিনাই অবমুক্ত করলো গুগল

Tahmina

৫ মিনিটেই চার্জ হবে রিয়েলমির ফোন!

TechShiri Admin

Leave a Comment