29 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

গ্রে ম্যাটার রোবোটিক্স বিনিয়োগ পেলো সাড়ে ৪ কোটি ডলার

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এলামনাই আরিয়ান কবিরের স্টার্টআপ গ্রে ম্যাটার রোবোটিক্স সাড়ে ৪ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৫৩১ কোটি টাকার সমান।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস নিয়ে কাজ করে। ২০২০ সালে আরিয়ান কবির এই কোম্পানি প্রতিষ্ঠা করেন।

পিআর নিউজওয়্যারের তথ্য অনুযায়ী, এই বি সিরিজ বিনিয়োগের নেতৃত্ব দিচ্ছে ওয়েলিংটন ম্যানেজমেন্ট । অন্যান্য বিনিয়োগকারীদের মধ্যে এনজিপি ক্যাপিটাল, ইউক্লিডিয় ক্যাপিটাল, অ্যাডভান্স ভেঞ্চার পার্টনারস, এসকিউএন ভেঞ্চার পার্টনারস সহ বর্তমান বিনিয়োগকারী থ্রিএম ভেঞ্চারস, বি ক্যাপিটাল, বো ক্যাপিটাল, ক্যালিব্রেট ভেঞ্চারস, ওসিএ ভেঞ্চারস ও সুইফ ভেঞ্চারস রয়েছেন।

আরিয়ান কবির এ প্রসঙ্গে বলেন, তাঁদের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার দিয়ে শিল্পের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করা। নতুন বিনিয়োগের মাধ্যমে তাঁরা নতুন ধরনের পণ্য ও সেবা উদ্ভাবন করবেন, গ্রাহকদের চাহিদা মেটানোর চেষ্টা করবেন এবং নতুন গ্রাহক সৃষ্টি ও মার্কেটিংয়ের কাজে অর্থ ব্যয় করবেন।

গ্রে ম্যাটার রোবোটিকসের এই সাফল্য বাংলাদেশের জন্য গর্বের এবং প্রযুক্তি খাতের উন্নয়নে একটি বড় মাইলফলক।

Related posts

রুয়েট ও আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট

Samiul Suman

মারা গেছেন ইউটিউবের সাবেক সিইও সুসান

Tahmina

শেয়ার ট্রিপের সাদিয়ার অর্জন !

Samiul Suman

Leave a Comment