১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

আইকান৮২ এর ফেলোশীপ আবেদন উন্মুক্ত

টেকসিঁড়ি রিপোর্টঃ ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (ICANN) ICANN82 কমিউনিটি ফোরামের জন্য আইকান ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন উন্মুক্ত করা হয়েছে। আগামী ৮ থেকে ১৩ মার্চ ২০২৫ যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইকানের ৮২তম সম্মেলন।

সম্মেলনের ফেলোশীপ পেতে আবেদন করতে হবে ১৮ই আগষ্ট ২০২৪ এর মধ্যেই। আগামী ৩১শে অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশ করা হবে ফেলোশীপের জন্য নির্বাচিতদের চুড়ান্ত তালিকা।

ICANN এর লক্ষ্য হল একটি স্থিতিশীল, সুরক্ষিত এবং একীভূত বিশ্বব্যাপী ইন্টারনেট নিশ্চিত করতে সাহায্য করা। ইন্টারনেটে অন্য ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য, আপনাকে আপনার কম্পিউটার বা অন্য ডিভাইসে একটি ঠিকানা – একটি নাম বা একটি নম্বর – টাইপ করতে হবে৷ সেই ঠিকানাটি অবশ্যই অনন্য হতে হবে যাতে কম্পিউটারগুলি একে অপরকে কোথায় খুঁজে পাবে তা জানে৷ ICANN সারা বিশ্ব জুড়ে এই অনন্য শনাক্তকারীদের সমন্বয় ও সমর্থন করে।

ICANN ১৯৯৮ সালে একটি অলাভজনক পাবলিক বেনিফিট কর্পোরেশন হিসাবে সারা বিশ্ব থেকে অংশগ্রহণকারীদের নিয়ে সংগঠিত হয়েছিল।

সম্মেলন সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন নিচের লিংকে।

https://www.icann.org/fellowshipprogram

Related posts

৪ থেকে ১১ অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ উদযাপন হবে ঢাকায়

Tahmina

আইইবি’র ৬১তম কনভেনশনের রেজিষ্ট্রেশন এর শেষ দিন আজ

Samiul Suman

এআইইউবি’তে অনুষ্ঠিত হলো সিসকো আইওটি হ্যাকাথন ২০২৪

TechShiri Admin

Leave a Comment