31 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

মুগ্ধ’র জন্য শোক প্রকাশ করলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইভার

টেকসিঁড়ি রিপোর্ট : আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইভার তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে বাংলাদেশের ফ্রিল্যান্সার মুগ্ধ’র মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট করেছে।

গভীর দুঃখের সাথে ফাইভার পরিবার স্মরণ করছে মীর মাহফুজুর রহমান মুগ্ধকে। গত সপ্তাহে সে তার পরিবার , পিতামতা ও দু ভাইকে ছেড়ে চলে গেছে ওপারে । মীর একজন প্রতিভাবান মার্কেটার ছিলেন, যিনি এসইও এবং সোশ্যাল মিডিয়াতে তার দক্ষতার মাধ্যমে ফাইভারে সফল ব্যবসা তৈরি করেছিলেন। তিনি ছিলেন ভ্রমণ পিপাসু, প্রতিভাবান ফুটবলার, একজন বাংলাদেশ স্কাউট এবং একজন সত্যিকারের মানবতাবাদী।মীর মিস করবো আপনাকে।তার পরিবার এবং বন্ধুদের জন্য প্রার্থনা।

এমনটি লেখা ছিল ফাইভারের পোস্টে।

সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে পথে নেমেছিল মুগ্ধ । গুলি বিদ্ধ হওয়ার আগ মুহূর্ত অব্দি তিনি আন্দোলনকারীদের বিস্কুট, পানি খাওয়াচ্ছিলেন , আন্দোলনে গুলিতে মারা যান দেশের এই সফল ফ্রিল্যান্সার। তার মৃত্যুতে দেশের ফ্রিল্যান্সার কমিউনিটিতে শোক চলছে।

Related posts

এআই∞ প্ল্যাটফর্ম চালু করেছে ইনফিনিক্স 

Tahmina

বিশ্বের প্রথম এআই অলিম্পিয়াডে অংশ নিতে চূড়ান্ত হলো বাংলাদেশ দল

Tahmina

ইন্টানেটের ধীরগতি, ঠিক হতে সময় লাগবে ১ মাস

Samiul Suman

Leave a Comment