22 C
Dhaka
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের নামে চালু হলো বাংলা ফন্ট

টেকসিঁড়ি রিপোর্টঃ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত করেছে Codepotro. আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে সফওয়্যার কোম্পানিটি বিশেষ এই ফন্ট বিনামূল্যে উন্মুক্ত করার ঘোষণা দেয়।

বুয়েটিয়ান – BUETian ফেসবুক পেইজ থেকে বিষয় নিশ্চিত করা হয়। তারা আরো লিখেন “আমাদের শহীদেরা এভাবেই ইতিহাস হয়ে থাকুক বর্তমান ও পরবর্তী প্রজন্মের কাছে শ্রদ্ধা ও সম্মানের সাথে

প্রিয় আবু সাঈদ,
আমরা আপনাকে ভুলি নাই, ভুলব না। সকল শহীদের আত্মত্যাগই আমরা মনে রাখবো”

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, আবু সাঈদ ফন্টের ‘টাইপ হেয়ার’ এর জায়গায় কিছু লিখলে নতুন ফন্টে সে লেখা চলে আসছে। আপাতত ইন্টারফেসে নরমাল এবং ইটালিক ফন্ট দেখা যাচ্ছে। কোডপত্রের ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের নিজস্ব সাইট থেকে বিনামূল্যে এই ফন্ট ডাউনলোড করা যাবে। কিন্তু কোনো ওয়েবসাইটে আবু সাঈদ আপলোড বা হোস্ট করতে পারবেন না।

এর আগে, সাঈদের নামে পার্কের মোড়ের নাম আবু সাঈদ চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম আবু সাঈদ ফটক হিসেবে ঘোষণা দেন শিক্ষার্থীরা। 

Related posts

ইন্টারনেট, ফেসবুক বন্ধে দেশের ই-কমার্স খাতে ক্ষতির পরিমান ১৭০০ কোটি টাকাঃ ই-ক্যাব

TechShiri Admin

বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন : পলক

Tahmina

আইআইজিএবির সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব আহমেদ জুনায়েদ

Samiul Suman

Leave a Comment