২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

রাইজআপ ল্যাবসের এন্যুয়াল রিট্রিট ২০২৩ উদযাপন

টেকসিঁড়ি রিপোর্ট : রাইজআপ ল্যাবস এন্যুয়াল রিট্রিট ২০২৩ উদযাপন করেছে।

গত শনিবার ও রবিবার (৩০ ও ৩১ ডিসেম্বর) গাজীপুরের বেসক্যাম্প রিসোর্টে আয়োজন করা হয় এই রিট্রিট পরিকল্পনা ।

নতুন বছর নয়, কোম্পানীর সব অর্জন একসাথে উদযাপন করতে ভিন্ন এই উদ্যোগ নেয় আইটি কোম্পানী রাইজআপ ল্যাবস।বছরের সেরা কর্মীদের অবদান ও তার স্বীকৃতি দিতে আয়োজন হয় স্পটলাইটস অব রাইজআপ ল্যাবস।

দুইদিনের এই সফর সম্পর্কে রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক বলেন, স্পটলাইট ইভেন্ট এবং এন্যুয়াল রিট্রিট হলো সারা বছর কর্মীদের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং কাজের প্রতি অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার একটি ক্ষুদ্র প্রয়াস।

Related posts

“স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড” ২য় আসরে সেরাদের সেরা অহনা

Tahmina

আরও বেশি সাশ্রয়ী দামে অপো এ৩এক্স

Tahmina

দেশের শিক্ষাখাতে স্মার্ট প্রযুক্তির দ্রুত বাস্তবায়ন চায় ব্র্যাকনেট ও হুয়াওয়ে

Tahmina

Leave a Comment