25 C
Dhaka
১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

রাইজআপ ল্যাবসের এন্যুয়াল রিট্রিট ২০২৩ উদযাপন

টেকসিঁড়ি রিপোর্ট : রাইজআপ ল্যাবস এন্যুয়াল রিট্রিট ২০২৩ উদযাপন করেছে।

গত শনিবার ও রবিবার (৩০ ও ৩১ ডিসেম্বর) গাজীপুরের বেসক্যাম্প রিসোর্টে আয়োজন করা হয় এই রিট্রিট পরিকল্পনা ।

নতুন বছর নয়, কোম্পানীর সব অর্জন একসাথে উদযাপন করতে ভিন্ন এই উদ্যোগ নেয় আইটি কোম্পানী রাইজআপ ল্যাবস।বছরের সেরা কর্মীদের অবদান ও তার স্বীকৃতি দিতে আয়োজন হয় স্পটলাইটস অব রাইজআপ ল্যাবস।

দুইদিনের এই সফর সম্পর্কে রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক বলেন, স্পটলাইট ইভেন্ট এবং এন্যুয়াল রিট্রিট হলো সারা বছর কর্মীদের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং কাজের প্রতি অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার একটি ক্ষুদ্র প্রয়াস।

Related posts

‘মোস্ট ইনোভেটিভ কোম্পানি’ হিসেবে পুরষ্কার পেল র‍্যাবিটহোল

Tahmina

উন্নত এআই ক্যামেরা অ্যালগরিদমে ইনফিনিক্স ও স্যামসাং-এর পার্টনারশিপ

Tahmina

টেকনোর ফ্যান ফেস্টিভ্যাল চলবে ১৫ নভেম্বর অব্দি

Tahmina

Leave a Comment