22 C
Dhaka
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাহিদ ইসলাম

টেকসিঁড়ি রিপোর্টঃ এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন তিনি। 

শুক্রবার (১৬ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। এদিন বিকালে গণভবনে অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে আরও চার জন শপথ নেওয়ার পর কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনঃবণ্টন করা হয়।

এতে নাহিদ ইসলামের সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদের থাকা আরেক শিক্ষার্থী প্রতিনিধি আসিফ মাহমুদও আগের মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে তিন দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। তাদের মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকার বাইরে থাকা তিন উপদেষ্টা সেদিন শপথ নিতে পারেননি। পরে তাদের মধ্যে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ আরও চার জনের শপথ নেওয়ার মাধ্যমে এ পর্যন্ত উপদেষ্টার সংখ্যা হলো ২১ জন।

Related posts

গুজবের শিকার শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক,যশোর

Tahmina

জাতীয় ব্রডব্যান্ড নীতিমালার খসড়ায় কিছু সুপারিশ

Tahmina

পোস্ট, টেলিকম এবং আইসিটি খাতে জাপানি বিনিয়োগকারীদের প্রতি পলকের আহ্বান

Tahmina

Leave a Comment