১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

শুভ জন্মদিন গর্ডন মুর

টেকসিঁড়ি রিপোর্ট : ১৯২৯ সালের ৩ জানুয়ারি , শীর্ষ প্রসেসর নির্মাতা ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা গর্ডন আর্ল মুর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন।

তিনি মার্কিন ব্যবসায়ী ও প্রকৌশলী ছিলেন। মাইক্রোপ্রসেসর নিয়ে গর্ডন মুরের নীতি (মুর’স ল) প্রযুক্তি দুনিয়ায় প্রসেসরের ক্ষেত্রে এখনো মেনে চলা হয়।

মুরের নীতিতে বলা হয়েছে, প্রতি দুই বছর অন্তর ইন্টিগ্রেটেড সার্কিটে (আইসি) ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ হবে। ১৯৬৫ সালে প্রকাশিত মুরের এই নীতি এখনো প্রসেসর প্রযুক্তির উন্নয়নে পুরোপুরি মিলে যাচ্ছে।

Related posts

অনুষ্ঠিত হচ্ছে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃ পদার্থবিজ্ঞানে আঞ্চলিক অলিম্পিয়াড, সেরারা যাবে ব্রাজিল

Tahmina

চলছে সাবমেরিন ক্যাবল মেরামত, ইন্টারনেট সেবা ব্যাহত

Samiul Suman

হ্যাকাররা আইটি সাপোর্টের ভান করে মাইক্রোসফট টিমসে নতুন র‍্যানসমওয়্যার স্ক্যাম চালাচ্ছে!

TechShiri Admin

Leave a Comment