টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচিত বর্তমান কার্যকরী পরিষদের সকল ইসির পক্ষ থেকে সভাপতি সুব্রত সরকার পদত্যাগের ঘোষণা করেন।
২০ আগস্ট, দুপুর দুইটায় দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) বর্তমান কার্যকরী পরিষদের উদ্যোগে একটি অনলাইন মিটিং এর আয়োজন করা হয়। সেখানে সাধারণ সদস্যদের সাথে বর্তমান কার্যকরী পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় হয়। তখন একপর্যায়ে নির্বাচিত বর্তমান কার্যকরী পরিষদের সকল ইসির পক্ষ থেকে সভাপতি সুব্রত সরকার পদত্যাগের ঘোষণা করেন।
বাংলাদেশ কম্পিউটার সমিতির জেনারেল ম্যানেজার তোজাম্মেল সিকদার কিরণ নির্বাচিত বর্তমান কার্যকরী পরিষদের সকল সদস্যের পদত্যাগ ঘোষণাটি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ কম্পিউটার সমিতির বিদায়ী কার্যকরী পরিষদের সদস্যরা ছিলেন সভাপতি সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া, সহসভাপতি রাশেদ আলী ভূঁইয়া, যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, পরিচালক মো. মনজুরুল হাসান ও এইচ এম শাহ নেওয়াজ।