টেকসিঁড়ি রিপোর্ট : দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বন্যাপ্লাবিত এলাকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চল ফেনি। ফেনী জেলার ৬৫৩ টি সাইটের মধ্যে ৫৩৪ টি ই এখনো চালু করা যায় নি।
টেলিযোগাযোগ ব্যবস্থায় ক্ষতিগ্রস্থ কুমিল্লা অঞ্চলের ২ হাজার ৫২৯ টি সাইটের মধ্যে ১৪১ টি চালু করা যায় নি । নোয়াখালীর ১ হাজার ১ শ ৫১ টি সাইটের মধ্যে ৩৩৭ টি অচল।
ফলে এলাকায় ত্রাণ দিতে যাওয়া কর্মীরা সহ বিদেশ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আত্মীয়দের সাথে বা একে অপরের সাথে যোগাযোগ করতে মারাত্মক হিমশিম খাচ্ছেন।
বিটিআরসি’র ভেরিফায়েড পেইজে ২৬ আগস্ট সকাল ৯ টা অব্দি পাওয়া রিপোর্ট থেকে জানা যায়, বন্যা প্লাবিত ১১ টি জেলার ১৪ হাজার ৫৫১ টি সাইটের মধ্যে ১ হাজার ১৯৩ টি সাইট চালু হয় নি। চালু আছে ১৩ হাজার ৩৫৮ টি।
ফুলগাজী , সোনাগাজী, ছাগলনাইয়া উপজেলায় নেটওয়ার্ক পুনরুদ্ধার এবং দ্রুত স্থাপনে জরুরি নির্দেশনার কথা বলা হয়েছে।