১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

সৌদি আরবে প্রযুক্তিসেবা দেবে আস্থা আইটি

টেকসিঁড়ি রিপোর্ট : সৌদি আরবে প্রযুক্তিসেবা দেবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘আস্থা আইটি’। গত ১০ থেকে ১২ সেপ্টেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত হয় গ্লোবাল এআই শীর্ষ সম্মেলন, এই সম্মেলনে দেশটির ভূতাত্ত্বিক জরিপ, অনুসন্ধান, পরিষেবা প্রতিষ্ঠান জিওটেকের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, চুক্তির আওতায় আস্থা আইটির বিভিন্ন প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের জিওলোকেশনের সুবিধাগুলো পরিচালনা করবে জিওটেক। অপর দিকে জিওটেকের কার্যক্রম বাংলাদেশে প্রসার করতে আস্থা আইটি সর্বাত্মক সহায়তা করবে।

আস্থা আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসনাইন রিজভি রহমান বলেন, ‘আমরা একটি নতুন যাত্রা শুরু করছি, যা আমাদের বিশ্বব্যাপী প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জিওলোকেশন খাতে উদ্ভাবন এবং নতুন নতুন সম্ভাবনার দরজা উন্মোচন করে একটি সুন্দর এবং চমৎকার পৃথিবী বিনির্মাণে ভূমিকা রেখে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’

Related posts

আমেরিকায় টিকে গেলো টিকটক!

Tahmina

৫টি চিপ কারখানা নির্মাণে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ট্রাম্প এবং টিএসএমসি

Tahmina

টেকনোর ফ্যান ফেস্টিভ্যাল চলবে ১৫ নভেম্বর অব্দি

Tahmina

Leave a Comment