৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বন্যায় ঘরহারাদের ঘর করে দিচ্ছে হুয়াওয়ে

টেকসিঁড়ি রিপোর্ট : ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে হুয়াওয়ের অর্থায়নে ও  অভিযাত্রিক ফাউন্ডেশনের  তত্বাবধানে বন্যাদুর্গতদের জমিতে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে ।

হুয়াওয়ে সাউথ এশিয়ার বোর্ড সদস্য লিন হাই (হ্যাভেন) এই ৪ পরিবারকে ঘরগুলো হস্তান্তর করেন। অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ ইমতিয়াজ জামী সেখানে উপস্থিত ছিলেন। আগামীতে আরও ২১টি পরিবার একই সুবিধা পাবে।

চলতি সপ্তাহে ফেনীর পরশুরাম এলাকার আহসান উল্লাহ, শহিদুল ইসলাম, মোস্তফা ও দেলোয়ারের পরিবারকে এই ঘরগুলো  দেয়া হয়। 

বন্যাকবলিত এলাকায় আগস্ট মাস থেকে বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প শুরু করেছে হুয়াওয়ে। এই ক্যাম্পগুলোতেও  তত্বাবধায়নে কাজ করছে অভিযাত্রিক ফাউন্ডেশন।

ক্যাম্পগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ, ওষুধ, পানি বিশুদ্ধকরণ কিট, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। এসব মেডিকেল ক্যাম্পগুলো থেকে প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ চিকিৎসা সেবা নিচ্ছেন।

Related posts

চীন সফরে গেছেন ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী

Tahmina

২ লাখ টাকা সমমূল্যের ফ্যামেলি ট্যুরের অফার দিচ্ছে রিয়েলমি

Tahmina

ফেইসবুকে আপলোড করা সমস্ত নতুন ভিডিও হবে রিলস

Tahmina

Leave a Comment