৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

নোবিপ্রবি – সেইবার সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে সেইবার (Sabre) কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার ,৩০ সেপ্টেম্বর ২০২৪ নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। সেইবার এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার ও সিইও মোহাম্মদ সাইফুল হক।

এ সময় নোবিপ্রবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা, বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জামশেদুল ইসলাম ও সেইবার এর সহকারী ব্যবস্থাপক মোঃ সাইফুল্ল্যার রাব্বী উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এতে করে শিক্ষার্থীরা এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশনে ক্যারিয়ার গঠনের সুযোগ পাবে। এছাড়াও বিভিন্ন দেশী-বিদেশী ট্র্যাভেল এজেন্সিগুলোতে কর্মসংস্থান গড়ার সুযোগ পাবে।

Related posts

‘৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব শুরু

Tahmina

‘প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে’

Tahmina

নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে যেতে পারবে নটিংহাম বিশ্ববিদ্যালয়ে

Tahmina

Leave a Comment