৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ

টেকসিঁড়ি রিপোর্ট : ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে।

সম্প্রতি প্রকাশিত এই র‍্যাঙ্কিং-এ দেখা যায়, বিশ্বের ১২০০ বিশ্ববদ্যালয়ের মধ্যে অবস্থান করছে চুয়েট। Times Higher Education (THE) এই তালিকা প্রকাশ করে।

প্রকাশিত র‍্যাঙ্কিং এর ব্যাপারে চুয়েট এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভুঁইয়া বলেন, “শিক্ষা-গবেষণার গুণগত মান বৃদ্ধিতে আইকিউএসি সারা বছর নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এই র‍্যাঙ্কিং-এ আমাদের অগ্রগতি প্রতিফলিত হয়েছে। আমরা সামনের দিনে আরো এগিয়ে যেতে সচেষ্ট আছি।”

এ ব্যাপারে চুয়েট-এর অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল বলেন, ” Times Higher Education কর্তৃক এই স্বীকৃতি আমাদের আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। শিক্ষা-গবেষণার অগ্রগতির ধারাবাহিকতা রাখতে আমরা নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে, সুন্দর পরিবেশে যাতে শিক্ষা-গবেষণা এগিয়ে যেতে পারে সেজন্য দক্ষ শিক্ষক ও বিশ্বমানের ল্যাব ইকুইপমেন্ট আছে আমাদের। আমরা শিক্ষকদের অধিক দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত যে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছি, এর ফলস্বরূপ আগামীতে বিশ্ব র‍্যাঙ্কিং-এ আরো ভালো স্কোর আসবে।”

Related posts

চুয়েটে ‘ড্রাগ ডেলিভারি এবং জিনোম সিকোয়েন্সিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Tahmina

‘কেমিক্যাল হ্যাজার্ড অ্যান্ড ইটস ইমপ্লিকেশন কন্ট্রোলিং মেজার্স অ্যান্ড মিটিগেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Tahmina

নোবিপ্রবির ট্রেজারার হলেন প্রফেসর ড. মুহাম্মদ হানিফ

Tahmina

Leave a Comment