টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বিষয়ে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ,২৩ অক্টোবর ২০২৪ বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৩ (বৈতনিক), নোয়াখালী, কর অঞ্চল ওই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-কর কমিশনার নোয়াখালী এনামুল হাসান-আল-নোমান। সেমিনারের রিসোর্স পার্সন ছিলেন সিনিয়র আয়কর আইনজীবী মোঃ আতিক উল্ল্যাহ।
প্রধান অতিথির বক্তৃতায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের রিটার্ন বাধ্যতামূলকভাবে অনলাইনে দাখিল করতে হবে। অনলাইনে রিটার্ন দাখিল করলে তাৎক্ষণিকভাবে সনদও পাওয়া যাবে। কাজেই আমাদের অনলাইনে রিটার্ন দাখিলে আগ্রহী হতে হবে। সরকারী কর্মচারী হিসেবে সরকারের বাড়তি আয়ে সহায়তা ও দেশের উন্নয়নে সহযোগিতা করা আমাদের কর্তব্য। আশা করছি, আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই অনলাইনে রিটার্ন জমা দেব।
নোবিপ্রবি পরিচালক হিসাব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। সেমিনারে নোবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।