25 C
Dhaka
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

এআইইউবি’তে অনুষ্ঠিত হলো সিসকো আইওটি হ্যাকাথন ২০২৪

টেকসিঁড়ি রিপোর্টঃ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)তে অনুষ্ঠিত হলো সিসকো আইওটি হ্যাকাথন ২০২৪। শনিবার, ০২ নভেম্বর ২০২৪ এইআইইউবি ইনষ্টিটিউট অব কন্টিনিউইং এডুকেশন এর আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এই হ্যাকাথনের ফাইনাল রাউন্ড।

ফাইনাল রাউন্ডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৯টি দল অংশগ্রহণ করে এবং প্রতিটা দল তাদের উদ্ভাবনী আইডিয়া ও তার প্রটোটাইপ প্রদর্শন করে। দিনব্যাপী এই প্রদর্শনীগুলোর মধ্যে ছিল Agriculture, Healthcare, Medical Assistant, Environmental monitoring এরমতো উদ্ভাবনী আইডিয়া। এর আইডিয়াগুলো বিচার বিশ্লেষণ করার জন্য ছুটে আসেন প্রতিষ্ঠানে কাজ করা বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব ও আইওটি বিশেষজ্ঞ।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে আইডিয়া বিল্ডআপ ও প্রটোটাইপ তৈরির কাজ। দুপুর তিনটা থেকে শুরু হয় সম্মানিত বিচারকদের সাথে প্রতিটা টিমের ওয়ান-টু-ওয়ান সেশন। সেশন শেষে বিকাল ৫টা থেকে শুরু হয় আইডিয়া প্রেজেন্টেশন, চলে রাত ৮টা পর্যন্ত। রাত ৮টায় পুরস্কার বিতরণীর মাধ্যদিয়ে শেষ সিসকো আইওটি হ্যাকাথন ২০২৪।

বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও প্রফেসর অধ্যাপক আবদুর রহমান, ডাটাসফট এর ম্যানেজিং ডিরেক্টর হাসান রহমান, বাইয়ুন্ড ইনোভেশন এন্ড টেকনোলজি এর ম্যানেজিং ডিরেক্টর মোসাদ্দেক আহসান, আইওটি স্পেশালিস্ট সামিহা ইসরাত জাহান, এনসিংগা এর ম্যানেজিং ডিরেক্টর ফখরুদ্দিন আহমেদ।

হ্যাকাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডাঃ নাদিয়া আনোয়ার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সাইফুল ইসলাম। সর্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনষ্টিটিউট অব কন্টিনিউইং এর পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। আর পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় টেক পোর্টাল টেকসিঁড়ি ডট কম।

সিসকো আইওটি হ্যাকাথন ২০২৪ বিজয়ীরা হলেনঃ

চ্যাম্পিয়ন : টিম আন্ডাররেটেড (সাকিল হোসাইন, মাহিস সিকদার, কামরুল ইসলাম ও সাফিদ হাসান)
১ম রানারআপ : টিম সহায়ক ( রাহাত আল মামুন, সুজয় মাহমুদ, সামিউল হক, রাইহান হোসাইন, জতিময় মল্লিক)
২য় রানারআপ : টিম আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বাংলাদেশ (শাহিদা আফরিন, ফারজাদুল ইসলাম, শরিফুল ইসলাম, শেখ আশিম আসমান)

বিস্তারিত আসছে…

Related posts

২০, ২১ জুলাই কুষ্টিয়া আইসিটি ফ্রিল্যান্সিং ইয়ুথ কনফারেন্স

Tahmina

২ ফেব্রুয়ারী উদ্বোধন হচ্ছে বাংলাদেশ এআই অলিম্পিয়াড ‘২৫

Tahmina

১৮ মে বাংলাদেশ এআই অলিম্পিয়াড, চুড়ান্ত নির্বাচিতরা যাবে বুলগেরিয়া

Tahmina

Leave a Comment