24 C
Dhaka
১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

“আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালা” হলো চুয়েটে

টেকসিঁড়ি রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির উদ্যোগে “আমার রিটার্ন অনলাইনে দিবো, সময় ও খরচ বাঁচাবো” শীর্ষক স্লোগানে “আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর ,মঙ্গলবার দুপুর ৩ টায় চুয়েট একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার মোঃ মঞ্জুর আলম ও অতিরিক্ত কর কমিশনার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মিশুক ও সঞ্চালন করেন চুয়েট শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক এবং পুর কৌশল বিভাগের প্রভাষক মো: আসিফুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-কর কমিশনার মোঃ জোনায়েদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “যে কোন সেবা যতো বেশি সহজীকরণ করা যায়, তা ততো বেশি গ্রহণযোগ্যতা পায়। এতে সময় ও শ্রমের অপচয়ও কম হয়। ঘরে কিংবা অফিসে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করার এই সুযোগ আমরাও গ্রহণ করতে পারি। আজকের এই কর্মশালার মাধ্যমে আয়কর ও ই-রিটার্ন বিষয়ক অনেক দিক-নির্দেশনা জানা যাবে।

পরে তিনি এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং এই কর্মশালা আয়োজনের জন্য চুয়েট শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানান। একইসঙ্গে কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম কর অঞ্চল-৩ কেও ধন্যবাদ জানান।

Related posts

ন্যানো টেকনোলজি মানবকল্যাণে সর্বোত্তমভাবে কাজে লাগানো যায় : চুয়েট ভিসি

Tahmina

নোবিপ্রবিতে ‘এমপাওয়ার্ড মাইন্ড থ্রু ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Tahmina

রসায়নের অধ্যাপক আঁকলেন ছবি, প্রদর্শনী চলছে চুয়েটে

Tahmina

Leave a Comment