টেকসিঁড়ি রিপোর্ট : রোবো টেক ভ্যালি আগামী ২১ জুন, শনিবার বাংলাদেশের অন্যতম বৃহত্তম রোবোটিক্স প্রতিযোগিতা ৫ম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে । বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে।
রেজিস্ট্রেশন শুরু হবে ১ জানুয়ারি থেকে এবং রেজিস্ট্রেশন শেষ হবে ৩১ মার্চ। দুটো ক্যাটেগরিতে হবে রেজিস্ট্রেশন, জুনিয়র লো (বয়স ৭-১২ বছর) এবং জুনিয়র হাই (বয়স ১৩-১৮ বছর)। প্রতিযোগিতায় পুরস্কার দেয়া হবে: মোট ৪ লাখ+ টাকা।
ইভেন্টের আকর্ষণীয় সেগমেন্টসমূহ:
১️) প্রজেক্ট শোকেস (সিনিয়র)
২️) প্রজেক্ট শোকেস (জুনিয়র)
৩️) আইডিয়া প্রেজেন্টেশন
৪️) রোবো সকার
৫️) সুমো রেস
৬️) রোবো ওয়ার
৭️) প্লেন মডেলিং
৮️) এলএফআর (লাইন ফলোয়ার রোবট)
৯️) কুইজ
১০) ড্রোন রেস
১১) হ্যাকাথন (জুনিয়র)
অংশগ্রহণকারীদের জন্য সুযোগসমূহ:
বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ, বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ।