৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ফেইসবুক অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে ফ্রি সেমিনার ২৯ নভেম্বর

টেকসিঁড়ি রিপোর্ট : ডিজিটাল মার্কেটিং-এর অন্যতম একটি চ্যানেল হচ্ছে ফেইসবুক অ্যাড। ফেইসবুক অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে আগামী ২৯ নভেম্বর ,২০২৪ দিনব্যাপি ফ্রি এই সেমিনারের আয়োজন করেছে ইন্টারএক্টিভ কেয়ারস ।

সেমিনারের ইন্সট্রাকটর হিসেবে থাকবেন, শামীম হোসেইন , স্কিলআপার এর সিইও অ্যান্ড ফাউন্ডার।
সেমিনারের স্থান : রেইনি রুফ রেস্টুরেন্টস।

রেজিস্ট্রেশন লিংক এখানে। রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ২৮ নভেম্বর ২০২৪ । রেজিস্ট্রশনকারী ভাগ্যবান ৬০ জন পাবেন ফ্রি এই সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ।

অফলাইন এই সেমিনারে ডিজিটাল মার্কেটিং আর এই মার্কেটিংয়ের অন্যতম মেইন চ্যানেল ফেইসবুক অ্যাড নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অ্যাড কীভাবে রান করবেন, কীভাবে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করবেন, কল টু অ্যাকশন কী হতে পারে, সেই সাথে আলোচনা হবে বাজেটিং, বিডিং, ট্র্যাকিং আর মেজারিং-এর মতো অ্যাডভান্সড কিছু টপিক নিয়েও।

Related posts

রিসার্চ ওডিসি: ৯ মার্চ আন্তঃবিশ্ববিদ্যালয় গবেষণা প্রদর্শনী আহছানউল্লাহতে

Tahmina

অল গার্লস স্ক্র্যাচ প্রোগ্রামিং কনটেস্ট ৩০ সেপ্টেম্বর

Tahmina

এআইইউবি সিএস ফেষ্ট ২০২৪ শুরু আজ, আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন

Samiul Suman

Leave a Comment