৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

এখন থেকে অনলাইনে কেনা যাবে টেলিটক সিম

টেকসিঁড়ি রিপোর্ট : পরীক্ষামূলকভাবে টেলিটক অনলাইন সিম সেবা চালু করা হয়েছে। ২৭ নভেম্বর, বুধবার ঢাকার হেয়ার রোডে তথ্য উপদেষ্টার কার্যালয়ে পরীক্ষামূলকভাবে টেলিটক অনলাইন সিম সেবা চালু করা হয়।

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে ২৭ নভেম্বর ২০২৪ তারিখ বিকাল থেকে কমার্শিয়াল পাইলটিং হিসেবে রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ জেলার ১১ টি পোস্ট অফিসে এই সেবা শুরু করা হয়েছে, পরবর্তীতে বাংলাদেশের সকল জেলার পোস্ট অফিসের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে।

টেলিটকের সিম গ্রাহকের দরজায় পৌঁছে দিতে ডাক বিভাগ এর পোস্ট অফিস এবং তাদের বিলি বন্টন সেবাকে একীভূত করা হয়েছে। ফলে অনলাইনে গ্রাহক তার সিম নম্বর পছন্দ ও অর্ডার করে সুবিধাজনক ডাকঘর থেকে অথবা বাসায় বসেও সংগ্রহ করতে পারবেন।

এখন থেকে গ্রাহকরা টেলিটকের পছন্দের সিমটি নিতে নির্দিষ্ট ডাকঘর থেকে ২৫০ টাকায় এবং ঘরে বসে সংগ্রহ করতে ৩০০ টাকা মোবাইল ওয়ালেট এর মাধ্যমে পরিশোধ করে কিনতে পারবেন।

অটোমেটেড ট্রাকিং নম্বর এর মাধ্যমে গ্রাহক সিমের ডেলিভারি অবস্থান জানতে পারবেন। গ্রাহকরা টেলিটকের ওয়েবসাইট teletalk.com.bd এই address এ ‘অনলাইন সিম’ মেন্যুতে গিয়ে অনলাইনে অর্ডার করতে পারবে।

অনুষ্ঠানে এছাড়াও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীনসহ টেলিটক ও ডাক বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ

TechShiri Admin

ঈদ উপলক্ষে ইনফিনিক্সের ‘ঈদ বোনানজা’ ক্যাম্পেইন ২৫ জুন পর্যন্ত

Tahmina

প্রজাপতির ডানার স্মার্টফোন আনছে অপো

Tahmina

Leave a Comment