৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

টেলিটকের ৫জি প্রকল্পে দুর্নীতি : গনমাধ্যমে মতামত দেয়া নিয়ে হুয়াওয়ের তোলপাড়

টেকসিঁড়ি রিপোর্ট : টেলিটকের ৫জি প্রকল্পে দুর্নীতি সম্পর্কে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আহমেদের কাছে মতামত জানতে চান দেশের সনামধন্য একটি সংবাদপত্রের সংবাদকর্মী। তিনি উত্তরে বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে এ ধরনের কথা শুনছি তাই বিষয়টি সরকার তদন্ত করে দেখতে পারে। গুণগত মান সম্পন্ন ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে কিনা সেটি তদারকির জন্য বিটিআরসির প্রতি অনুরোধ জানাই।

এই কথার প্রেক্ষিতে অন্য কোন পত্রিকা প্রিন্ট বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কোন বক্তব্য প্রদান করা না সত্ত্বেও হুয়াওয়ে দাবি করে যে বিভিন্ন মাধ্যমে এবং আরো অন্যান্য পত্রিকায় ভোক্তা অধিকার নিয়ে সোচ্চার মহিউদ্দিন আহমেদ তাদের মানহানি করে বক্তব্য প্রদান করেছেন। হুয়াওয়ে মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে।

মহিউদ্দিন বলেছেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। বরঞ্চ প্রতিষ্ঠানটি নিজেদেরকে আন্তর্জাতিক খ্যাতি মানসম্পন্ন প্রতিষ্ঠান বললেও একজন ভোক্তা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মানহানি কর অপপ্রচার মূলক বিজ্ঞাপন প্রকাশ করেছে মোটা অংকের অর্থের বিনিময়ে বিভিন্ন পত্রিকায়। দুঃখের ব্যাপার হল প্রতিষ্ঠানটি যে পত্রিকা সংবাদটি প্রকাশ করল তার বিরুদ্ধে কোন ব্যবস্থা বা নোটিশ প্রদান করেনি । ফলে ব্যাপারটি যেমন হাস্যকর তেমনি ভাবে এটি যে উদ্দেশ্যপ্রণোদিত তা পরিষ্কার। এদের পিছনে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই তাদের খুঁজে বের করতে সরকারের প্রতি অনুরোধ করছি।

হুয়াওয়ের হয়রানি মূলক, মানহানিকর মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এবং নাগরিকের স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার দাবি করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির নেতৃবৃন্দ।

মহিউদ্দিন বলেন, আমরা বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে কোন পাল্টা বিবৃতি বা আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাদের লিগ্যাল নোটিশের উত্তর প্রদান করি। তারা এই উত্তরেও সন্তুষ্ট না হয়ে কে বা কারোর দ্বারা প্ররোচিত হয়ে আমাকে ব্যক্তিগতভাবে হয়রানি ও মানহানি করতে নিম্ন আদালতে মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, দেশের একজন নাগরিক হিসেবে গণমাধ্যমে মতামত প্রকাশ করা আমাদের নৈতিক অধিকার। বর্তমান সরকার উদার গণতান্ত্রিক এবং স্বাধীন মতামতের পক্ষের সরকার। এমতাবস্থায় তাদের এ ধরনের অসৌজন্য মূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি , বর্তমান সরকার এর মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বিটিআরসি এবং দুদকের প্রতি আহ্বান জানাচ্ছি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হোক। সেই সাথে তাদের অডিট আজ পর্যন্ত সম্পন্ন করা হয়নি সেটি সম্পন্ন করে জনসমক্ষে প্রকাশের সবিনয়ে অনুরোধ করছি।

Related posts

কলিং অ্যাপ ‘আলাপ’কে জনপ্রিয় করতে একাধিক প্ল্যান

Samiul Suman

রেস্ট ইন পিস কার্টুন নেটওয়ার্ক ওয়েবসাইট !

Tahmina

ফোরজি বন্ধ হলেও চালু থাকবে ব্রডব্যান্ড ইন্টারনেট: আইএসপিএবি

TechShiri Admin

Leave a Comment