৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

চুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু ৫ ডিসেম্বর

টেকসিঁড়ি রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে আগামী ৫ থেকে ৭ ডিসেম্বর 3rd International Conference on Mathematical Analysis and Application in Modeling (ICMAAM-2024) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনফারেন্সে এবারের থিম ‘Applications of Mathematics for a sustainable world.” 

আগামী ৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া । এতে গেস্ট অব অনার হিসেবে থাকবেন কেপ টাউন বিশ্ববিদ্যালয় (ইউসিটি) এর বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড. ফ্রান্টিসেক স্টেপানেক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. প্রীতি কুমার রায় এবং স্প্রিনজার ন্যাচার এর এক্সিকিউটিভ এডিটর মোহাম্মদ শামীম আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কনফারেন্স সভাপতি ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম।

৩ ডিসেম্বর , মঙ্গলবার চুয়েটের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান কনফারেন্স সেক্রেটারি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কনফারেন্স সভাপতি ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম, টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ড. সুনীল ধর, টেকনিক্যাল কো-চেয়ার অধ্যাপক ড. মোঃ গোলাম হাফেজ, টেকনিক্যাল সেক্রেটারি অধ্যাপক ড. মোহাম্মদ আলী, গণিত বিভাগের প্রভাষক জনাব মোঃ শাহ নেওয়াজ এবং জনসংযোগ কর্মকর্তা জনাব আইদিত ইবনে মঞ্জু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কনফারেন্সে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জার্মানী, ভারত, চেক রিপাবলিক, ব্রাজিল ও নেপালসহ বিশে^র বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়েন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেবেন। এতে ৮ টি কি-নোট, প্ল্যানারী প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে।

৩ দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বাইরের বিভিন্ন দেশ থেকে ২৫০টি রিসার্চ পেপার জমা পড়ে এবং এক্সেপ্টেড পেপার ১২৫টি। কনফারেন্সে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এর কোলাবরেশন এবং সহযোগিতায় থাকবে বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথমেথিক্যাল বায়োলজি।

কনফারেন্সে স্পন্সর হিসেবে থাকছে- কনফিডেন্স সিমেন্ট, ওয়ালটন, সোনালী ব্যাংক, নিপ্পন পেইন্ট, ফ্যাক্টরী নেক্সট, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইস্টার্স রিফাইনারী, বারকোড ক্যাফে, বায়েজিদ মডেল স্কুল ও রিদিতা এ্যাপারেলস।

Related posts

২০, ২১ জুলাই কুষ্টিয়া আইসিটি ফ্রিল্যান্সিং ইয়ুথ কনফারেন্স

Tahmina

ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা ২০২৩-২৪

Samiul Suman

কৃষির জন্য ড্রোন, লাইভ ওয়েবিনার ৭ মার্চ

Tahmina

Leave a Comment