টেকসিঁড়ি রিপোর্ট : প্রযুক্তি নির্ভর ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের (বিশেষ করে নারী উদ্যোক্তা) ব্যবসায় এগিয়ে নিতে আইডিয়া প্রকল্প ৫০ হাজার টাকা অনুদান দিচ্ছে। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে।
অনুদানের জন্য উদ্যোক্তার ব্যবসাটি সর্বশেষ ৬ মাস সক্রিয় থাকতে হবে। অনুদানের অর্থ একাউন্ট পে চেকের মাধ্যমে প্রদান করা হয়। তাই নিজ নামে অথবা নিজের ব্যবসার নামে ব্যাংক একাউন্ট থাকা বাধ্যতামূলক। প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করা হবে এবং অনুমোদিত সিলেকশন কমিটির সুপারিশের ভিত্তিতে অনুদান প্রদান করা হবে। এ ক্ষেত্রে সিলেকশন কমিটির সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গন্য করা হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিত ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ থেকে আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাদের প্রযুক্তিতে উৎসাহী করার জন্য যাচাই বাছাই করে অনুদান প্রদান করা হচ্ছে।
বিস্তারিত তথ্য এবং অনুদানের জন্য আবেদন করতে ভিজিট করতে হবে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এ।