22.2 C
Dhaka
৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৬ই রজব, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

চুয়েটে এডভান্স সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১২ থেকে ১৪ ডিসেম্বর

টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বর “7th International Conference on Advances in Civil Engineering (ICACE-2024)” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়েটে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের আয়োজনে ১২ই ডিসেম্বর কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান।

এতে গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক, চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কনফারেন্স সভাপতি ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার।

এ উপলক্ষে ১১ই ডিসেম্বর (বুধবার) ২০২৪ বেলা ১২.৪০ টায় চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স সেক্রেটারি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সজীব উল্লাহ। আরও উপস্থিত ছিলেন কনফারেন্স সভাপতি ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার এবং টেকনিক্যাল সেক্রেটারি অধ্যাপক ড. বিপুল চন্দ্র মন্ডল।

৩দিনব্যাপী এই আর্ন্তজাতিক কনফারেন্সে সর্বমোট ৮টি দেশ (বাংলাদেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ড) থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেবেন। এতে ২টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। এই কনফারেন্সে সর্বমোট ৪৪৭টি রিসার্চ পেপার উপস্থাপিত হবে। এর মধ্যে ১৮৪টি অনলাইন প্রেজে›টেশন এবং ২৬৩টি অফলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপিত হবে।

আয়োজন স্পন্সর করেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড।

Related posts

নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ রেজিষ্ট্রেশন শেষ হচ্ছে বৃহস্পতিবার

TechShiri Admin

সাইবার নিরাপত্তা মাস উপলক্ষে বিডিএসএএফ আয়োজন করলো সাইবার ইভিনিং ২০২৪

Tahmina

“সিএসই ও আইটি শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের জন্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি – একাডেমিয়া সহযোগিতা” বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

TechShiri Admin

Leave a Comment