21 C
Dhaka
১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

উইসপো’২৪ এ স্বর্ণ ও রৌপ্য জিতলো দেশের ২ তরুণ

টেকসিঁড়ি রিপোর্ট : ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী বিজ্ঞান প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স প্রোজেক্ট অলিম্পিয়াড (উইসপো)’-এ অসাধারণ কৃতিত্ব দেখিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন দুই তরুণ উদ্ভাবক।

তারা হলেন রাজশাহীর কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ত্ব-সীন ইলাহি এবং ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাবীর জারিফ।

১৬ ডিসেম্বর, ২০২৪ , বিশ্বের শীর্ষ ৪৬টি দলকে পেছনে ফেলে প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে আইস্পার্ক প্রকল্পটি অর্জন করেছে অরাগার্ড স্বর্ণপদক এবং পরিবেশ বিজ্ঞান বিভাগে রৌপ্য পদক জিতেছে হাইড্রো প্লাক্সমা এক্স।


মো. ত্ব-সীন ইলাহি তার ফেইসবুকে লিখেন, প্রাথমিক পর্যায়ে, আমরা ৩0টি দেশের প্রায় ১ হাজার টি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং শীর্ষ ৪৬ টি চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে একটি স্থান অর্জন করেছি। চূড়ান্ত রাউন্ডে, আমরা বিশ্বব্যাপী সেরা উদ্ভাবকদের মুখোমুখি হয়েছি এবং স্বর্ণপদক বিজয়ী হয়েছি। তিনি আরও লেখেন, এই বিজয় শুধু আমাদের নয়, বাংলাদেশের প্রতিটি উচ্চাকাঙ্ক্ষী উদ্ভাবকের জয়।

Related posts

ইন্টারনেট সেবা ব্যাহত, গুজব বন্ধে ব্যর্থতার দায় নিজ কাঁধে নিলেন পলক

Samiul Suman

বেধে দেয়া সময়ে প্রকল্প বাস্তবায়নে তাগিদ পলকের

Tahmina

এআইইউবিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ

Samiul Suman

Leave a Comment