28 C
Dhaka
৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ক্যারিয়ার লঞ্চপ্যাড: ফ্রন্টিয়ার টেকনোলজি ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

টেক সিঁড়ি রিপোর্ট : ১৭ ডিসেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (NSTU) আইটি ক্লাবের আয়োজনে প্রযুক্তি-প্রেমীদের জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালাটি ক্যারিয়ার গড়ার কৌশল এবং প্রযুক্তির উদীয়মান ক্ষেত্রগুলো নিয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নিজাম উদ্দিন,পরিচালক, IIT ও IQAC, কী-নোট স্পিকার মোহাম্মদ মাহদী উজ জামান, চিফ স্ট্র্যাটেজিস্ট, NetCom Learning; সাবেক AWS লিডার।

প্যানেল আলোচনার বক্তা ছিলেন, আরিফুল হাসান অপু, সিইও, ই-সফট, ড. মোঃ কামাল উদ্দিন, বিভাগীয় প্রধান, CSTE, NSTUমো. সানি জুবায়ের, প্রতিষ্ঠাতা, টিম অ্যাটলাস, জেসান রাব্বি, মিশন এক্সপার্ট, স্পেস ইনোভেশন ক্যাম্প।

বিশেষ অতিথি ছিলেন ড. এ এস এম আশরাফ মাহমুদ , প্রোগ্রাম লিডার, ডেটা সায়েন্স ও এআই, ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট স্কটল্যান্ড, ইউকে ।

কর্মশালার বিশেষ দিকসমূহ হলো প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ, উদীয়মান প্রযুক্তি প্রবণতা নিয়ে আলোচনা, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ।

Related posts

নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় জয়ী চবি এবং আহছান উল্লাহ রানার্স আপ

Tahmina

ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তাদের উদ্ভাবন প্রদর্শনী হল নোবিপ্রবিতে

Tahmina

দেশের দক্ষিণাঞ্চলে গ্যাস কূপ খননে জোর দিলেন চুয়েট ভিসি

Tahmina

Leave a Comment