15 C
Dhaka
১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১০ই রজব, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

“ডিজি-মার্ক সল্যুশন এবং জেটকেটেকো’র রোড টু এআই ও পার্টনার মিট অনুষ্ঠিত

টেকসিঁড়ি রিপোর্ট : ডিজি-মার্ক সল্যুশন এবং জেটকেটেকো এর যৌথ উদ্যোগে পুরানা পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে “রোড টু এআই ” এবং পার্টনার মিট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেটকেটেকো -এর সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অ্যাক্সেস কন্ট্রোল ও টাইম অ্যাটেনডেন্স সল্যুশন প্রদর্শন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিক সকল ফিচারসহ অত্যাধুনিক সব পণ্যের বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে নিজেদের উপস্থাপন করেন ডিজি-মার্ক সল্যুশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিমার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহারিয়ার আলম, ডিজি-মার্কের পরিচালক ওমর ফারুক রব, জেটকেটেকো বাংলাদেশ ম্যানেজার ডুরেন্ট প্যান ও ডিজিমার্কের মহাব্যবস্থাপক শেখ মনজুর হোসেন এবং অন্যান্য কর্মকর্তা ও ডিলারগণ।

ডিজি-মার্ক সল্যুশন –এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার আলম বলেন, এই পণ্যের মাধ্যমে বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিরাপত্তা বাবস্থার উন্মোচন হলো । এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের জন্য আরও আধুনিক, উদ্ভাবনী এবং কার্যকর সমাধান সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে ডিজি-মার্কের পরিচালক ওমর ফারুক রব ২০২৫ সালকে সামনে রেখে কিভাবে আরও ভালো সার্ভিস ও সাপোর্ট দেয়া যায় তা নিয়ে উন্মুক্ত প্রশ্ন উত্তরের আয়োজন করেন।

Related posts

নগদ ব্যবহারকারীদের তথ্য ফাঁস, পাওয়া যাচ্ছে টেলিগ্রামসহ নানা প্লাটফর্মে!

Samiul Suman

অল গার্লস প্রোগ্রামিং কনটেস্টে প্রথম আইইউটি’র ফারিয়া

Tahmina

২০২৩ সালে যে সকল প্রযুক্তি নিয়েছে বিদায়

Tahmina

Leave a Comment