17 C
Dhaka
৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই রজব, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

মনিটরের ওয়ারেন্টি বৃদ্ধি সহ এক গুচ্ছ অফার দিচ্ছে ওয়ালটন

টেকসিঁড়ি রিপোর্ট : কম্পিউটারের নির্দিষ্ট কিছু মনিটরে ওয়ারেন্টি সুবিধা বৃদ্ধি সহ আরও বেশ কিছু অফার দিচ্ছে দেশের প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এখন ওয়ালটনের সিনেডি (CiNEd), সিনেক্সা (CiNEXA) এবং এসিসি (ACC) ব্র্যান্ডের ২২ ইঞ্চি পর্যন্ত সকল মডেলের মনিটরে ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। ১৬ই ডিসেম্বর ২০২৪ থেকে কেনা ২১.৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের সকল মডেলে এই সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।

এছাড়াও ওয়ালটনের রয়েছে বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচারযুক্ত ২৪ ইঞ্চি ও ২৭ ইঞ্চি মনিটর। ওয়ালটনের সকল মনিটরে বর্তমানে বেশকিছু অফার চলমান আছে। সকল মডেলের মনিটরে অনলাইন অর্ডারে চলছে ১০% ফ্ল্যাট ডিসকাউন্ট ।

আছে ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। এছাড়াও এক্সচেঞ্জ অফারের আওতায় নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে সচল বা অচল মনিটর এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন মনিটর কেনার সুবিধাও রয়েছে।

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ বলেন, বিশ্বমানের কোয়ালিটি ও অত্যাধুনিক ফিচারের কারণে ওয়ালটন মনিটর ক্রেতাদের আস্থায় পরিণত হয়েছে। সর্বাধুনিক বিশ্বমানের মনিটরের পাশাপাশি ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধার এই ঘোষণা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ক্রেতাদের মনে মনিটর পণ্য সম্পর্কে আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় করবে।

Related posts

ব্র্যাকইউ অলটার যাবে নেদারল্যান্ডে আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায়

Samiul Suman

শুভ জন্মদিন গর্ডন মুর

Tahmina

চাকরির খবর , সিনিয়র সফটওয়্যার ডেভেলপার

Tahmina

Leave a Comment